Friday, May 17, 2024
HomeTop NewsNarendra Modi | তুলাইপাঞ্জি আর মুখায় গৌড়বঙ্গে মোদি বরণ

Narendra Modi | তুলাইপাঞ্জি আর মুখায় গৌড়বঙ্গে মোদি বরণ

সৌরভ রায় ও অনির্বাণ চক্রবর্তী, কুশমণ্ডি ও কালিয়াগঞ্জ: রাত পোহালেই দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) ও উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) ভোট (Lok Sabha Election 2024) প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে সাজ সাজ রব। রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল আর কুশমণ্ডির মুখা উপহার দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে।

উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জানান, জেলার ধোকড়া শিল্পকে তুলে ধরতে ধোকড়ার তৈরি উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বরণ করা হবে৷ কুনোরের টেরাকোটা শিল্পের নিদর্শন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে৷ এছাড়াও এলাকার বিখ্যাত সুগন্ধি জিআই স্বীকৃত তুলাইপাঞ্জি চাল তাঁকে উপহার হিসাবে তুলে দেওয়া হবে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, নানা উপহার সামগ্রীর মধ্যে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে দিনাজপুরের ঐতিহ্যবাহী মুখোশ। এছাড়াও দেওয়া হবে বোল্লাকালীর ছবি।

সোমবার মহিষবাথান গিয়ে দেখা গেল, বিশালাকৃতির সেই মুখোশ তৈরিতে সোমবার ব্যস্ত শিল্পীরা। এক সপ্তাহ আগেই ঠিক হয়েছে দুই জেলায় প্রধানমন্ত্রীর সফর। এরপরে দুই জেলার বিজেপি নেতৃত্বের কাছ থেকে মুখোশ তৈরির বরাত পেয়েছিলেন শিল্পীরা। প্রধানমন্ত্রীকে উত্তর দিনাজপুর জেলা বিজেপির তরফে দেওয়া হবে চার ফিটের একটি গামারি কাঠের আদিবাসী নৃত্যরত মুখোশ। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে তুলে দেওয়া হবে গামারি কাঠের তৈরি মুখোশের মাথায় আদিবাসী অবয়বের খোদাই করা দেবীদুর্গা। ওপরে-নীচে থাকবে লক্ষ্মীর বাহন প্যাঁচা, আদিবাসী রমণীর মুখ। দুটি মুখোশই তৈরি করেছেন মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতির তরুণ হস্তশিল্পী কল্যাণ সরকার। গত ৮ দিন ধরে রাতদিন এক করে শেষ করেছেন কাঠের ওপর খোদাইয়ের কাজ। আজ শেষবেলায় সেই মুখোশকে মেহগনি গাছের রংয়ে রাঙিয়ে তুলতে তুলি ধরেছেন আরেক শিল্পী বিপুল সরকার।

এছাড়া রায়গঞ্জে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে কালিয়াগঞ্জের শক্তিপীঠ হিসাবে বয়রা কালীমাতার বাঁধানো ছবি। কুনোরের কার্পেট শিল্পকে প্রধানমন্ত্রীর অক্ষিগোচরে আনতে একটি অত্যাধুনিক কার্পেট উপহার হিসাবে তুলে দেওয়ার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। সঙ্গে এশিয়ার সর্ববৃহৎ পক্ষীনিবাস কুলিকের ছবি তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় এবারের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের হয়ে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। তবে উপহারের বন্যা বইয়ে দেওয়ার অভিলাষ ছাড়াও আসন্ন নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর দিনাজপুরের বিজেপি নেতৃত্ব ও কর্মীদের প্রতি কী বলবেন, সেদিকেই আসল নজর রয়েছে গৈরিক কার্যকর্তাদের মধ্যে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

0
রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার ইভিএমের বিরোধিতায় সরব খোদ বিজেপি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন...

Aam Admi Party | বিজেপির সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন স্বাতী মালিওয়াল, দাবি আপ নেত্রী...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে মিলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল।  ১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ড্রইংরুমের একটি ভিডিও...

Malda | ভোটার তালিকায় নাম তোলার দাবি, প্রশাসনের দ্বারস্থ ‘ভূতের দল’

0
সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: তাঁরা প্রত্যেকেই জীবিত। কিন্তু ভোট দিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাঁরা মৃত। ফলে ভোট না দিয়েই ফিরে আসতে হয় মালদার...

Raiganj | মাধ্যমিকে কৃতকার্য ১০০ শতাংশ দৃষ্টিহীন অপ্সরা, খুশি গোটা গ্রাম

0
রায়গঞ্জ: আর পাঁচটা ছেলেমেয়ের মতো জীবন নয় অপ্সরা খাতুনের। ১০০ শতাংশ দৃষ্টিহীন। মানসিক জোর যেন হার মানিয়েছে তার শারীরিক প্রতিবন্ধকতাকে। এবার রায়গঞ্জ গার্লস হাইস্কুল...

Humayun kabir | তৃণমূলের গোষ্ঠীকোন্দলে মার্জিন কমবে ইউসুফের! মুর্শিদাবাদে অন্তর্ঘাতের দাবি হুমায়ুনের  

0
বহরমপুরঃ ইউসুফকে হারাতে দলের ভিতরেই কোন্দল হয়েছে। কমতে পারে দলীয় প্রার্থীর জয়ের মার্জিন। বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট শেষ হতেই মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে...

Most Popular