Friday, May 17, 2024
Homeউত্তর সম্পাদকীয়মাওবাদী আন্দোলন না আদিবাসী বিদ্রোহ

মাওবাদী আন্দোলন না আদিবাসী বিদ্রোহ

ছত্তিশগড়ে দু’দিন আগে সেনার হাতে মৃত্যু হল ২৯ জন মাওবাদীর। এলাকায় ঘুরে বেড়ালে কিন্তু অনেক প্রশ্ন চোখের সামনে জেগে ওঠে বারবার।

  • সৌমিত্র দস্তিদার

মাওবাদী রাজনীতি বলতেই চোখের সামনে যে চিত্রকল্প ভেসে ওঠে, তা ভয়ংকর এক সন্ত্রাসী গোষ্ঠী। হাতে অস্ত্র নিয়ে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে সযত্নে সরকার কর্পোরেট মিডিয়ার সাহায্যে এই ছবি এমনভাবে জনমনে ছড়িয়ে দিয়েছে যে, তাঁদের নির্বিচারে সরকার খুন করলেও বিপুল সংখ্যক মানুষ চুপ করে থাকেন। প্রশ্ন তোলেন না বুদ্ধিজীবীরাও। দু’একজন এক-আধবার প্রশ্ন তুললেই রাষ্ট্র তাঁদের মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে দিয়ে একই সঙ্গে তাঁদের মুখ বন্ধ করে এবং অন্যদের বার্তা দেন ট্যাঁ-ফোঁ করলেই তোমার পরিণতিও একই রকম হবে। সোমা সেনের মতো খ্যাতিমান অধ্যাপককেও বছরের পর বছর জেলে রাখা হয়, তিনি নাকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুনের ষড়যন্ত্রে যুক্ত। এসব যে মিথ্যা তা শিশুও বোঝে। কিন্তু ভয়ে কেউই সেভাবে প্রতিবাদ করতে এগিয়ে আসেন না।

এই ভয়ের সংস্কৃতি নির্মাণ এই কয়েক বছরে মোদি সরকারের অন্যতম কৃতিত্ব। ফলে এক বছরে তথাকথিত এনকাউন্টারে একশোর কাছাকাছি মাওবাদীর মৃত্যু হলেও, দেশের ভোট ও অন্যান্য অতীব গুরুত্বপূর্ণ ঘটনার উত্তেজনায় তা নিয়ে সামান্যতম আওয়াজ কেউ তোলেন না। সংবাদমাধ্যমে খুব ছোট করে পুলিশকে উদ্ধৃত করে খবর বের হয়, কখনও বস্তারে, কখনও দণ্ডকরণ্যের অন্য কোথাও ভয়ংকর মাওবাদীদের পুলিশ বা আধাসামরিক বাহিনী, আত্মরক্ষার স্বার্থে মেরে ফেলতে বাধ্য হয়েছে। তারাই সর্বদা প্রথম আক্রমণ করে, তা রুখতে বীর জওয়ানরা পালটা আক্রমণে গিয়ে সাফল্য পান।

কাঁকের, গীদম, দান্তেওয়াড়া, গড়চৌলি, কেশকালঘাঁটি, বিস্তৃত অঞ্চলে, যেখানে মাওবাদীদের সঙ্গে পুলিশ, বিএসএফের ‘এনকাউন্টার’ ইদানীং রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, সেসব এলাকা আমি চিনি। দণ্ডকরণ্যের পাহাড়, জঙ্গল, নদী ছবির মতো সুন্দর। ভারতের অন্যতম প্রাচীন এই জনপদের উল্লেখ আছে বাল্মীকির রামায়ণেও। দেশের আদিম গোণ্ড জনজাতির ধাত্রী ভূমি। এই সেই গোণ্ডয়ানা ল্যান্ড। যা একদিন ভারত ভূখণ্ডের মানচিত্র বদলে দিয়েছিল। কথিত আছে যে দান্তেওয়াড়া হিন্দুদের একান্নপীঠের অন্যতম। এখানে দেবীর দাঁত পড়েছিল। যদিও আদিবাসী লোকবিশ্বাস, এ দেবী তাঁদের।

কয়েক দশক ধরে যে এলাকা মাওবাদী অধ্যুষিত। যেখানে এনকাউন্টার, ফেক এনকাউন্টার, মৃত্যু, সন্ত্রাস নিত্যদিনের ব্যাপার। খুব কাছ থেকে এই ‘যুদ্ধবিধ্বস্ত’ এলাকাকে দেখেছি বলে বহুবার, বহু জায়গায় বলি, মাওবাদী রাজনীতির আড়ালে এ নিঃসন্দেহে আদিবাসী বিদ্রোহ। যা দমন করতে মোদি সরকার সর্বশক্তি দিয়ে নেমেছে বলেই দিনকে দিন রক্ত ঝরছে বস্তার দণ্ডকরণ্যের জঙ্গলে, পাহাড়ে। এমনিতেই কর্পোরেট পুঁজির স্বার্থে জল-জঙ্গল জমি থেকে আদিবাসী উচ্ছেদ সরকারি নীতি। আর ছত্তিশগড়, ওডিশা, মহারাষ্ট্রের বিস্তৃত এই এলাকায় তো খনিজ সম্পদের বিপুল প্রাচুর্য। আদিবাসী দমনে সরকারের কঠোর নীতি সংঘাত তীব্র করছে এ নিয়ে কোনও সন্দেহ নেই। মাওবাদী শায়েস্তা করতে আকাশ থেকে বোমা ফেলা, কোনওমতেই সমর্থনযোগ্য নয়। তাতে তথাকথিত মাওবাদীদের পাশাপাশি সাধারণ জনগণ বিপন্ন হবে তা বলাই বাহুল্য। নিজের দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কোনও গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না।

(লেখক তথ্যচিত্র পরিচালক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

আমেরিকার চোখে ভারতের নির্বাচন

0
শুভঙ্কর মুখোপাধ্যায় বনধোয়ানির জঙ্গলে জন্মদোষে শাস্তিপ্রাপ্ত শিশুটিকে কোলে নিয়ে, চিৎকার করে কাঁদতে কাঁদতে কমলকুমার মজুমদারের ‘মতিলাল পাদরী’ বলেছিলেন, ‘আমি খ্রিস্টান নই গো বাপ’! এরকম...

শখের বাগানে ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগাল আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন

0
আলিপুরদুয়ার: কী আম নেই তাঁর বাগানে! ডুয়ার্সের মতো মাটিতে দেশি-বিদেশি সহ মোট ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন দেব ওরফে লোচা।...

শিলিগুড়ির জলসমস্যা ও জনসমস্যা

0
সন্দীপন নন্দী বাগডোগরা বিমানবন্দরে অবতরণকালে এ শহরকে নিমেষে দেখলে মনে হয় যেন এক হুবহু খেলনানগরী। আশ্চর্য! যে নয়নাভিরাম দৃশ‍্যে তিস্তা স্থির, শান্ত একটি নদী।...

PM Narendra Modi | কাশীতে এখনও মোদিই কালভৈরব

0
রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: দশাশ্বমেধ ঘাটের কাছে বোর্ডিং হাউসের তিন নম্বর ঘরের জানলা থেকে ফেলুদা-জটায়ু-তোপসে যে রাস্তাটা দেখেছিলেন, তার সঙ্গে এখনকার কোনও মিল নেই। স্বাভাবিক।...

Jammu and Kashmir | ভোটের আবহে নাশকতার ছক ভূস্বর্গে! কাশ্মীরে এনকাউন্টারে খতম দুই জঙ্গি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ফের নাশকতার ছক ভূস্বর্গে! নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের...

Most Popular