Sunday, May 19, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গহাতির হামলার আশঙ্কা, সরকারের মডেল ভিলেজ ছেড়ে শ্রমিক মহল্লায় ফিরেছেন অধিকাংশ বাসিন্দাই

হাতির হামলার আশঙ্কা, সরকারের মডেল ভিলেজ ছেড়ে শ্রমিক মহল্লায় ফিরেছেন অধিকাংশ বাসিন্দাই

নাগরাকাটা: প্রতি পদে হাতির হামলার আশঙ্কা। ঢুকে পড়ে গন্ডার, বনশূকর এমনকি চিতাবাঘও। বুনোদের আতঙ্কে নাগরাকাটার বামনডাঙ্গার মডেল ভিলেজের অর্ধেক বাসিন্দাই সেখানে আর থাকেন না। পরিবর্তে ‘সেফ জোন’ হিসেবে যার যেখানে নিজেদের শ্রমিক আবাস সেখানেই রয়ে গিয়েছেন তাঁরা। বছর দশেক আগে রাজ্য সরকারের উদ্যোগে বামনডাঙ্গায় ওই মডেল ভিলেজটি তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে মোট বাড়ির সংখ্যা ৫৭১। বাড়ি প্রাপকদের জমির পাট্টাও দেওয়া হয়। ব্যবস্থা করা হয় বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে পানীয় জল সহ রাস্তাঘাটেরও। হাতির হামলার কথা চিন্তা করে দু’প্রান্তে দুটি ওয়াচটাওয়ারও তৈরি করে দেওয়া হয়েছিল। তবে ঐরাবত বাহিনীর অত্যাচার থামেনি। মাঝে মাঝে সেখানে কখনও হাতির দল, আবার কখনও দলছুট হাতি ঢুকে পড়ে। ইতিমধ্যে বেশ কিছু বাড়ি হাতির হামলায় ভেঙে গিয়েছে। কোনওটাই মেরামত হয়নি।

সানি ওরাওঁ নামে মডেল ভিলেজের এক বাসিন্দা বলেন, ‘সন্ধে ঘনালেই হাতির ভয়ে সিঁটিয়ে থাকি। যাঁরা বাড়ি পেয়েছেন, তাঁদের বেশিরভাগই তো সেখানে থাকেন না। বাগানের শ্রমিক মহল্লাগুলিতেই থাকা নিরাপদ বলে মনে করেন সকলে।’ যমুনা মানকিমুন্ডা নামে এক মহিলা বলেন, ‘ধরে নিন সবমিলিয়ে ২০০ ঘরে লোক থাকে। বাকি সব খালি পড়ে আছে।’ বিনোদ কুজুর নামে আরেক বাসিন্দার কথায়, ‘শুধু কি হাতি! চিতাবাঘ, বনশূকর, গন্ডার সমস্ত কিছুই এখানে ঢুকে পড়ে। ফলে প্রাণ হাতে করেই থাকতে হয়।’

স্থানীয়রা জানাচ্ছেন, যে স্থানে মডেল ভিলেজটি তৈরি করা হয়েছে, তার ঠিক পেছনে ঢিল ছোড়া দূরত্বে গরুমারার জঙ্গল। পূর্বে রয়েছে ডায়নার জঙ্গলও। মূলত গরুমারা থেকে চলে আসা হাতি ও অন্য বন্যপ্রাণীর অবাধ বিচরণস্থল ওই এলাকাটি। একের পর এক বাড়ি হাতির হামলার শিকার হয়ে বর্তমানে ভগ্নদশাগ্রস্ত অবস্থায় রয়েছে।

বামনডাঙ্গার ফাঁকা যে জমিতে মডেল ভিলেজটি তৈরি করা হয়েছিল সেখান থেকে ডায়না লাইন ও ১৮ নম্বর লাইনের মতো শ্রমিক মহল্লাগুলির দূরত্ব খুব বেশি নয়। তাই যাঁরা মডেল ভিলেজে ঘর পেয়েছিলেন, তাঁরা প্রথমে সেখানে কিছুদিন কাটিয়ে এলেও পরে আতঙ্কে  নিজেদের আসল ডেরাতেই ফিরে যান। বাকিদের কাছে বিকল্প না থাকায় সেখানেই রয়ে গিয়েছেন। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মণ কাওয়ার বলেন, ‘যে উদ্দেশ্যে মডেল ভিলেজটি তৈরি করা হয়েছিল, তা পূরণ হয়নি বলেই মনে করছি।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা    

0
রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুলু...

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন তালাক তালাক তালাক। এমনই অভিনব কায়দায় স্ত্রীকে তিন তালাক...

Most Popular