Sunday, June 23, 2024
Homeউত্তর সম্পাদকীয়উত্তরবঙ্গের মুনিয়ারা বাঁচুক নিজেদের ভুবনে

উত্তরবঙ্গের মুনিয়ারা বাঁচুক নিজেদের ভুবনে

মোট ৬ প্রজাতির মুনিয়া উত্তরবঙ্গে। তিলা, দেশি চাঁদিঠোঁট, তিনরঙা, কালো মাথা, লাল ও ধলা কোমর মুনিয়া।

  • দ্যুতিমান ভট্টাচার্য

    গত সেপ্টেম্বরে কোচবিহার জেলায় কাজে যোগদান করি। হাওড়া-কলকাতার ভিড়-ধোঁয়া থেকে আমূল পরিবর্তন। এক বুক সবুজ শ্বাস নিলাম। শহরের রেলগুমটি এলাকায় আমার বাংলো। বাইরে হেরিটেজ তকমা। ভেতরে সবুজের সমাহার।

প্রথম কয়েকদিন খেয়াল করিনি। একদিন হঠাৎ বাংলোর বারান্দায় বসে সকালের চা খেতে খেতে দেখলাম বাগানের রাস্তার দুই ধারে যে দেবদারু গাছগুলো ঝাঁকড়া হয়ে আছে তাতে কয়েকটা ছোট পাখি ঢুকছে বেরোচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম, আরে, ওগুলো তো মুনিয়া!

মুনিয়া আমার খুব প্রিয় পাখি। যখন থেকে পাখির ছবি তোলা শুরু করি, মুনিয়া ছিল অন্যতম প্রিয় মডেল।

উত্তরবঙ্গে মোট ৬ প্রজাতির মুনিয়া রয়েছে। তিলা মুনিয়া, দেশি চাঁদিঠোঁট মুনিয়া, তিনরঙা মুনিয়া, কালো মাথা মুনিয়া, লাল মুনিয়া আর ধলা কোমর মুনিয়া।

তিলা মুনিয়া সবচেয়ে বেশি দেখা যায়। বাদামি রংয়ের ছোট ছটফটে পাখি, ঝাঁক বেঁধে ঘুরতে পছন্দ করে। তবে যখন মন দিয়ে খাবার খায় খুব কাছে যাওয়া যায় এদের। দৈর্ঘ্য কমবেশি ১১ সেমির মতো। প্রাপ্তবয়স্ক পাখির পুরো পিঠ জলপাই-বাদামি। ল্যাজের ওপরে লালচে-কমলা। বুকের ওপরের অংশ তামাটে এবং দেহতল সাদা। পেটে কালো আঁশের মতো তিলা থাকে। পা ও পায়ের পাতা স্লেট রংয়ের। মাদি ও মর্দা পাখির চেহারা একই রকম, তবে মর্দা পাখির দেহতল ও থুতনি মাদি পাখির তুলনায় গাঢ়। অন্যান্য মুনিয়া ও বাবুইয়ের সঙ্গে দলবেঁধে এরা ঝোপ, আখখেত বা ঘাসবনে রাত কাটায়। সচরাচর শ্রুতিকটু স্বরে ডাকে : কিটি-কিটি-কিটি, কিটি-ইইই।

তিলা মুনিয়া ফসলের খেত, মাঠ, নলখাগড়ার বন, বাগান ও ঝোপে ঝাঁকে ঝাঁকে বিচরণ করে। এদের মূল খাদ্য ঘাসের বীজ, কাউন, ধান- এই জাতীয় খাবার। মাটি, ঘাস বা ধানের মধ্যে এরা খাবার খোঁজে। ধান বা অন্যান্য শস্যদানা মুখে রেখেই তা থেকে শক্ত খোসা ছাড়িয়ে নিতে পারে। এছাড়া এরা কীটপতঙ্গও খায়।

মে-সেপ্টেম্বর এদের প্রজননকাল। খেজুর গাছের পাতার আড়ালে, লতার ঝোপে, বাবলা, ঝাউ, দেবদারু বা অন্যান্য ঝোপাকৃতির গাছে ২ থেকে ৫ মিটার উঁচুতে গোলাকৃতির বাসা বোনে। ঘাস-লতা-ধানের পাতা, পালক ইত্যাদি দিয়ে সুন্দর, নরম ও তুলট বাসার ভিত্তি রচনা করে। কাশফুল দিয়ে চারপাশটা মুড়ে নেয়। বাসার ভেতরে থাকে কাশফুলের গদি। বাসায় ঢোকার জন্য গোপন সরু পথ বানায়, যেন শত্রুরা না দেখে। মাদি মুনিয়া চার থেকে দশটি ধবধবে সাদা ডিম পাড়ে। স্বামী-স্ত্রী মিলে ১৩ থেকে ১৬ দিন তা দিয়ে বাচ্চা ফোটায়।

শহুরে মানুষের কাছে পোষা পাখি হিসেবে তিলা মুনিয়া বেশ জনপ্রিয়। খাঁচাবন্দি মুনিয়া রাস্তাঘাট ও পোষা পশুপাখির দোকানে বিক্রি হয়। ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা এদের গায়ে নীল, হলুদ, সবুজ রং লাগিয়ে দেয়, যা জলে ধুলেই উঠে যায়। এই পাখি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এদের অবস্থা বেশ সংকটাপন্ন। মুনিয়াদের বাঁচতে দিতে হবে তাদের নিজেদের ভুবনে। ওই খোলা আকাশে। ছোট খাঁচায় বন্দি করে নয়। কারণ, পৃথিবীর ভারসাম্য রক্ষায় এদের অবদান অনস্বীকার্য।

(লেখক কোচবিহারের পুলিশ সুপার)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | নিট ও নেট বিতর্কে তোলপাড়, বিক্ষোভে এবিভিপি, পুড়ল কুশপুতুল

0
শিলিগুড়ি: নিট (NEET) ও নেট (NET) পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। শনিবার শিলিগুড়ির (Siliguri) হাসমিচকে এবিভিপির...

Delhi Water Crisis | জলসংকট মেটানোর দাবিতে বিক্ষোভ বিজেপির, ছত্রভঙ্গ করতে ছোড়া হল জলকামান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির জলসংকট (Delhi Water Crisis) সমাধানের দাবিতে সরব বিজেপি। শনিবার এই দাবিতে ওখলায় জল বোর্ডের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ শুরু...

Suraj Revanna | মিথ্যে যৌন হেনস্তার মামলায় ফাঁসানোর হুমকি! পুলিশের দারস্থ প্রজ্জ্বলের ভাই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারিতে (Sex scandal) ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন জেডিএসের বহিষ্কৃত সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না (Prajwal...

কাঁঠালের বীজেও থাকে অনেক গুণ, খেলে কী কী উপকার পাবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকালে আম, লিচুর পাশাপাশি কাঁঠালের চাহিদা বেড়ে যায়। অনেকেই এই ফল ভীষণ ভালোবাসেন। তবে কাঁঠাল খেয়ে কি বীজ ফেলে দেন?...

Boy Drowns | বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তরুণ

0
করণদিঘি: বন্ধুদের সঙ্গে নাগর নদীতে (Nagar River) স্নান করতে নেমে তলিয়ে গেল ১৯ বছরের এক তরুণ (Boy Drowns)। ঘটনাটি করণদিঘি (Karandighi) থানার আলতাপুর ১...

Most Popular