Sunday, May 5, 2024
HomeBreaking Newsমনোনয়নে বাধা! রাজ্য নির্বাচন কমিশনের সামনে প্রার্থীদের নিয়ে ধর্নায় শুভেন্দু, সুকান্ত  

মনোনয়নে বাধা! রাজ্য নির্বাচন কমিশনের সামনে প্রার্থীদের নিয়ে ধর্নায় শুভেন্দু, সুকান্ত  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলার একাধিক জেলা। গত তিন দিন ডোমকল, বর্ধমান, ভাঙড়, ক্যানিং সহ বিভিন্ন এলাকায় অশান্তির খবর মিলেছে। বোমাবাজি থেকে ঘাড় ধাক্কা দিয়ে মনোনয়ন কেন্দ্র থেকে বেড়িয়ে দেওয়ার ঘটনাও প্রত্যক্ষ করেছে বাংলা। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বিজেপি আইএসএফ সহ বিরোধীদের অভিযোগ মনোনয়ন জমা দিতে দিচ্ছে না তৃণমূল। মনোনয়নে জমা দিতে না পারা বিজেপি প্রার্থীদের এনে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। হাইকোর্টের নির্দেশ মতো অভিযোগ ও মনোনয়ন জমা দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের অভফিসের সামনে বিক্ষোভে বসেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। শুভেন্দু অধিকারী বলেন, যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিজেপির মনোনয়নপত্র না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে থেকে উঠব না।

শুভেন্দুর অভিযোগ, রাজ্যের সর্বত্র বিজেপি প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারছেন না। মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে, এমন কি ভয় দেখানো হচ্ছে। ১৪৪ ধারাকে অমান্য করে তৃণমূলের গুণ্ডারা পুলিশের সামনেই বোমাবাজি লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। সন্ত্রাস চালিয়ে তৃণমূল বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি। এদিন শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, রাজীব সিনহার সহায়তায় রাজ্যের ৫০টা ব্লকে লুঠ চলছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। গুন্ডাদের দিয়ে বিডিও অফিস ঘিরে রাখা হয়েছে। আর পুলিশ কৃতদাসের মতো তৃণমূলের দালালি করছে’।

শুভেন্দু এদিন হুঁশিয়ারির সুরে বলেন, যাঁরা মনোনয়ন দিতে পারবেন না তাঁরা রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আসবেন। হাইকোর্ট বলে দিয়েছিল, কমিশনকে অভিযোগ গ্রহণ করার জন্য পৃথক সেল খুলতে হবে। কিন্তু তা হয়নি। বিরোধী দলনেতার দাবি, ব্লকে বা মহকুমায় যাঁরা মনোনয়ন দিতে পারবে না, বৃহস্পতিবার থেকে তাঁরা লম্বা লাইন দেবেন কমিশনের বাইরে।

এদিন বসিরহাট মহকুমায় যেসব প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারছে না তাদের সঙ্গে নিয়ে আজ বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে যান সুকান্ত মজুমদার। তিনি বলেন, এখানে বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের মনোনয়ন দিতে বাধা দিচ্ছে শাসক দল। তাই বাধ্য হয়ে আজকে প্রার্থীদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের কাছে এসেছি। প্রার্থীরা যাতে নমিনেশন জমা দিতে পারে তার সব রকম ব্যবস্থা করুক প্রশাসন এই দাবি জানান তিনি।

এদিন সুকান্ত মজুমদার বলেন, দক্ষিণ ২৪ পরগনার সমস্ত জেলা জুড়ে যে তাণ্ডব চলছে তা ভয়ংকর। পুলিশ কি নিরাপত্তা দেবে? রাজ্য চাইলে বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী এনে দেব পঞ্চায়েত নির্বাচনে। এমনিতে কেন্দ্র সরকার সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্যকে। আমাদের প্রার্থীদের বাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে।

এদিন দেখা যায় কমিশনের বাইরে পুলিশের ব্যারিকেড যে দড়ি দিয়ে বাঁধা ছিল তা নিজে হাতে খুলে দেন বিরোধে দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেল সাড়ে পাঁচটা কমিশন মনোনয়ন জমা দেওয়ার কোনও সময়সীমা বাড়ায়নি। ফলে এখনও পর্যন্ত মনোনয়ন জমার শেষ দিন ১৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার। আগামী কাল পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bagdogra | খুনের এক মাস পর ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার অভিযুক্ত আইনজীবী

0
বাগডোগরা: খুনের ঘটনায় (Murder Case) এক মাস ফেরার থাকার পর গ্রেপ্তার হল অভিযুক্ত আইনজীবী (Lawyer Arrested) রজত চক্রবর্তী। তবে ঘটনায় আরেক অভিযুক্ত রজতের স্ত্রী...

China Drone | পঞ্জাবে পাক সীমান্তে উদ্ধার ২টি চিনা ড্রোন

0
চণ্ডীগড়: পঞ্জাবের অমৃতসর জেলার সীমান্ত এলাকা থেকে রবিবার দুটি চিনা ড্রোন উদ্ধার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিএসএফ জানিয়েছে, অমৃতসরের হারদো রতন গ্রামের একটি...

Accident | পুকুরে লুকোচুরি খেলতে গিয়ে বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু ৮ বছরের বালিকার...

0
করণদিঘিঃ পুকুর পাড়ে লুকোচুরি খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক বালিকার। রবিবার বিকেলে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে করণদিঘি থানার অধীন সারগাঁও গ্রামে।...

Jharkhand | ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ! আটক ৪ কিশোর

0
রামগড় (ঝাড়খণ্ড): ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৪ কিশোরের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে অভিযুক্তরা। ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড়ের। পুলিশ অভিযুক্তদের...
Farmer's daughter Devpriya got good results in madhyamik

Madhyamik Result | প্রাপ্ত নম্বর ৬২৬, ভালো রেজাল্ট করে তাক লাগাল কৃষকের মেয়ে দেবপ্রিয়া

0
তুফানগঞ্জ: বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত। মা গৃহবধূ। পরিবারের আর্থিক সমস্যা থাকলেও তার লেখাপড়ার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। মাধ্যমিকে(Madhyamik Result) ৬২৬ নম্বর পেয়ে স্কুলের...

Most Popular