Wednesday, June 26, 2024
HomeBreaking NewsRamakrishna Mission | ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা! রামকৃষ্ণ মিশনে গিয়ে সম্পত্তি সংক্রান্ত...

Ramakrishna Mission | ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা! রামকৃষ্ণ মিশনে গিয়ে সম্পত্তি সংক্রান্ত নথি তুলে দিলেন শিলিগুড়ির মেয়র

শিলিগুড়ি: এবার শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission) কাণ্ডে ড্যামেজ কন্ট্রোলে নামল শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal Corporation)। শুক্রবার আশ্রমে গিয়ে আশ্রমের জমির মিউটেশন ও হোল্ডিং ট্যাক্সের নথিপত্র মহারাজদের হাতে তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদরা। মেয়র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসে মিশন কর্তৃপক্ষের আবেদন মতো মিউটেশনের নথি ও বাকি কাগজপত্র তুলে দিয়েছেন।

উল্লেখ্য গত রবিবার গভীর রাতে শিলিগুড়ি সেবক রোডে অবস্থিত জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধীনস্ত সেবক হাউস থেকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উচ্ছেদের চেষ্টা চালায় একদল দুস্কৃতী (Attack on Siliguri Ramkrishna Mission)। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে মিশনের কর্মচারী ও মহারাজদের আশ্রম থেকে তুলে নিয়ে গিয়ে গভীর রাতে শিলিগুড়ির এনজেপি এলাকায় ছেড়ে দেওয়া হয়। আশ্রমের জমি দখলেরও হুমকি দেওয়া হয়। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন আশ্রম কর্তৃপক্ষ। যদিও প্রায় সঙ্গে সঙ্গেই পালটা অভিযোগ দায়ের করে অভিযুক্ত নিজেও। রামকৃষ্ণ মিশনের অভিযোগের প্রেক্ষিতে জামিনযোগ্য ধারা দিয়ে মামলা দায়ের হলেও অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগের প্রেক্ষিতে মিশনের এক সন্ন্যাসীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। সিল করে দেওয়া হয় সেবক হাউস।

পুলিশের এই ঘটনায় সর্বত্র ক্ষোভ ছড়ায়। পরিস্থিতি আঁচ করতে পেরে পুলিশ তড়িঘড়ি তালা খুলে আশ্রমে ফেরায় সন্ন্যাসীদের। গ্রেপ্তার করা হয় এক তৃণমূল কর্মী সহ ৫ অভিযুক্তকে। যদিও মূল অভিযুক্ত এখনও অধরা বলে জানা গেছে। সর্বত্র এই ঘটনায় তীব্র নিন্দা শুরু হয়। এরপরই পুরনিগম দ্রুত আশ্রমের মিউটেশন ও হোল্ডিং ট্যাক্সের নথি মহারাজের হাতে তুলে দেয়। এদিন মেয়রের সঙ্গে চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ছাড়াও অন্য মেয়র পারিষদরাও ছিলেন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ  জানিয়েছেন, কিছু নথি পেয়েছেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাঁরা এখনও উদ্বিগ্ন। পুলিশকে আশ্রম ও আশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

0
শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লিকুভিরে ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং...

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Most Popular