Wednesday, June 26, 2024
HomeBreaking NewsIPL | চেন্নাইয়ের ঘূর্ণি পিচে দুরন্ত বোলিং শাহবাজের, ৩৬ রানে রাজস্থানকে হারিয়ে...

IPL | চেন্নাইয়ের ঘূর্ণি পিচে দুরন্ত বোলিং শাহবাজের, ৩৬ রানে রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে হায়দরাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে আইপিএলের ফাইনালে চলে গেল হায়দরাবাদ। রবিবার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখোমুখি হবে হায়দরাবাদ। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে এদিন টসে জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করে পাঠিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ২০ ওভারে ১৭৫ রান করে হায়দরাবাদ। কিন্তু বাংলার শাহবাজ ও অভিষেক শর্মার বলের দাপটে মুখ থুবরে পরে রাজস্থান। ৩৬ রানে জিতে আইপিএলের ফাইনালে চলে যায় হায়দরাবাদ সানরাইজার্স।

আইপিএলের ফাইনালে চলে গেল সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে তারা। রাজস্থান রয়্যালসকে শুক্রবার ৩৬ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় হায়দরাবাদ।এদিন টসে জিতে হায়দরবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় রাজস্থান। ব্যাট করতে নেমে শুরুতেই তাদের ধাক্কা দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। বাঁহাতি পেসার বেশ বেকায়দায় ফেলে দিয়েছিলেন প্যাট কামিন্সদের। প্রথম ওভারে ১৩ রান দিলেন বোল্ট তুলে নেন অভিষেক শর্মার উইকেট। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে তুলে নেন রাহুল ত্রিপাঠী এবং এডেন মার্করামের উইকেট। ৫ ওভারের মধ্যে ৩ উইকেট চলে যায় হায়দরাবাদের। পাওয়ার প্লে-অতে ৬৮ রান তুলে নেয় তারা। ১৫ বলে ৩৭ রান করেন ত্রিপাঠী। ২৮ বলে ৩৪ রান করে আউট হন ট্রেভিস হেড। তাঁকে আউট করেন সন্দীপ শর্মা। তিনিই তুলে নেন হেনরিখ ক্লাসেনকে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ৩৪ বলে ৫০ রান করেন। ১৮ বলে ১৮ রান করেন শাহবাজ। এদিন হায়দরাবাদের ইনিংস শেষ হয় ১৭৫ রানে।

১৭৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস প্রথম উইকেট হারায় ২৪ রানের মাথায়। কামিন্সের বলে আউট হন টম কোহলার। ২১ বলে ৪২ রান করে শাহবাজের বলে আউট হলেন যশস্বী। সঞ্জু আউট হলেন অভিষেক শর্মার বলে। সঞ্জুর পর শাহবাজের বলে আউট হন অশ্বিন। তিন উইকেট নিলেন বাংলার শাহবাজ। অভিষেক শর্মার বলে এ বার বোল্ড হলেন হেটমেয়ার। ৪ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ এবং রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নেন শাহবাজ। ১২তম ওভারে পরাগ এবং অশ্বিনের উইকেট তোলেন। এক ওভারে দু’টি উইকেট নিয়ে হায়দরাবাদকে জয়ের রাস্তা দেখান শাহবাজ। রাজস্থানের হয়ে লড়াই করেন ধ্রুব জুরেল। জুরেল ৩৫ বলে ৫৬ রান করেন। অপরাজিত থাকেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি। হেরে আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kenya | অগ্নিগর্ভ কেনিয়া, জ্বলল সংসদ, মৃত্যু ৫ জনের, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ কেনিয়া (Kenya)। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে জেরবার জনগণ। তার ওপর করের বোঝা। এনিয়ে ক্রমশ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল।...

Om Birla | ফের লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

0
নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। এজন্য বিড়লাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী...

0
বালুরঘাট, ২৬ জুন: ছোটবেলায় আত্রেয়ী নদীতে সাঁতার কেটেছেন। কর্মসূত্রে এখন কলকাতাবাসী। জমি জায়গা ভাগ হওয়ার জন্য গতকাল রাতেই কলকাতা থেকে সব ভাই বোন ও...

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

0
শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লিকুভিরে ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং...

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Most Popular