Sunday, June 30, 2024
HomeBreaking NewsTrain Accident | ট্রেন দুর্ঘটনায় জখমদের চিকিৎসায় সাফল্য, উত্তরবঙ্গ মেডিকেলকে ৫০ হাজার...

Train Accident | ট্রেন দুর্ঘটনায় জখমদের চিকিৎসায় সাফল্য, উত্তরবঙ্গ মেডিকেলকে ৫০ হাজার টাকা পুরস্কার

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ট্রেন দুর্ঘটনায় (Train Accident) জখমদের চিকিৎসায় সাফল্য। ভালো কাজের সম্মান পেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical College)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার (Kanchanjunga Express Accident) পরে সমস্ত চিকিৎসক, নার্স থেকে শুরু করে চিকিৎসাকর্মী একজোট হয়ে কাজ করেছেন। তাকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম। এর সঙ্গে পুরস্কার হিসাবে মেডিকেলকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। রাজ্যের তরফে এই বাহবা পেয়ে খুশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

কলেজ অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা বলেছেন, ‘সেদিন দুর্ঘটনার খবর পেয়েই আমরা সমস্ত চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীকে দ্রুত নিজ নিজ বিভাগে কাজ শুরুর নির্দেশ দিয়েছিলাম। সবাই একজোট হয়ে চিকিৎসার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। যার ফলে বহু মানুষের জীবন বাঁচানো গিয়েছে।’

গত সোমবার সকালে ফাঁসিদেওয়ায় (Phansidewa) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। জখম হন ট্রেনের বহু যাত্রী। সেই খবর পেয়েই স্বাস্থ্য দপ্তরের তরফে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে চিকিৎসার জন্য প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়া মাত্রই মেডিকেলের তরফে তৎপরতা শুরু হয়। অপারেশন থিয়েটারে একাধিক টেবিলে যাতে জখমদের প্রয়োজনে অপারেশন করা যায় সেই ব্যবস্থা এক ঘণ্টার মধ্যেই তৈরি করে ফেলা হয়। অন্যদিকে, জখমদের রক্তের প্রয়োজন মেটাতে ব্লাড ব্যাংকেও জোর তৎপরতা শুরু হয়। ডাক্তারি পড়ুয়ারাও রক্তদান করতে ব্লাড ব্যাংকে পৌঁছে যান। তবে, পরবর্তীতে স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষও রক্ত দিয়েছিল। মেডিকেলের এই প্রচেষ্টার ফলেই ওই দুর্ঘটনায় জখম প্রত্যেকেই একে একে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রেল দুর্ঘটনায় আশঙ্কাজনক একটি শিশুর চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে মৃত্যু হয়েছে। এছাড়া এখনও আর কোনও মৃত্যুর খবর নেই। শনিবার সন্ধ্যায় হাসপাতাল সুপার জানিয়েছেন, ট্রমা কেয়ারে তিনজন সহ মোট পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। তবে, গত ছ’দিন ধরে যেভাবে দিনরাত এক করে চিকিৎসকরা এই রোগীদের সুস্থ করে তুলতে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন, তার ভূয়সী প্রশংস

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Coochbehar | রাত কাটতেই ভোলবদল! তৃণমূলে যোগ দিয়েই সকালে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য

0
অমিতকুমার রায়, হলদিবাড়ি: মাঝখানে ব্যবধান কয়েকঘণ্টার। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ফের ফিরলেন পুরোনো দলেই। কয়েকঘণ্টার মধ্যে দল বদলে শিরোনামে উঠে এলেন কোচবিহার জেলার...

Rohit Sharma | ‘ফাইনালে নার্ভাস ছিল, আগের রাতেও ঘুমোতে-খেতে পারিনি’, বললেন রোহিত শর্মা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রোহিতের হাত ধরে টি২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল ভারত। গত সাত মাস আগে বিশ্বজয়ের যে স্বপ্নভঙ্গ হয়েছিল, এবারের বিশ্বজয় তা...

বাড়িতেই বানাতে পারেন ভেষজ সিঁদুর, জানুন প্রণালী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঁদুর ব্যবহার করার আগে তার গুণমাণ যাচাই করে নেওয়া ভাল। বাজারে রাসায়নিক মিশ্রিত সিঁদুরের ছড়াছড়ি। এসব সিঁদুরে থাকা মারকিউরিক সালফেট...

Mann Ki Baat | ‘গণতন্ত্রে বিশ্বাসের জন্য ধন্যবাদ’, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম ‘মন কি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় আসার পর ফের শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ‘মন কি বাত’ (Mann Ki Baat)। রবিবার...
Laltong-Basti

Heavy Rain | বাড়ছে তিস্তার জলস্তর, উত্তরের ৩ জেলায় লাল সতর্কতা

0
সানি সরকার, শিলিগুড়ি: ফের ঝাপিয়ে বৃষ্টি উত্তরে। বৃষ্টি-ধসে যখন বিপর্যস্ত পাহাড় এবং সমতলের একাংশ, তখন তিন জেলায় লাল সতর্কতা (Red Alert) জারি করল আবহাওয়া...

Most Popular