Friday, July 5, 2024
HomeBreaking Newsসাফ ফুটবলে সুনীলের হ্যাট্রিকে পর্যুদস্ত পাকিস্তান, গোলের নিরিখে মেসির পরেই ভারত অধিনায়ক

সাফ ফুটবলে সুনীলের হ্যাট্রিকে পর্যুদস্ত পাকিস্তান, গোলের নিরিখে মেসির পরেই ভারত অধিনায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাফ ফুটবলে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাট্রিক করল ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বিশ্বফুটবলের ক্রমতালিকায় ভারত অনেক পিছিয়ে থাকলেও গোলের নিরিখে সুনীল জায়গা করে নিয়েছে বিশ্বে চার নম্বরে। আন্তর্জাতিক ফুটবল তারকা মেসির পরেই রয়েছেন ভারতের সুনীল। সবার ওপরে রয়েছেন রোনাল্ডো।

আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় চার নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। লিয়োনেল মেসির ঠিক পরেই রয়েছেন তিনি। বুধবার হ্যাটট্রিকের পর সুনীলের ৯০টি গোল হয়ে গেল। তাঁর সামনে যে তিন জন রয়েছেন প্রত্যেকেরই একশোটির বেশি গোল রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।  তিনি ২০০টি ম্যাচে ১২৩টি গোল করেছেন। এর পর ইরানের আলি দায়ি ১৪৮টি ম্যাচে ১০৯টি গোল করেছেন। তিনে মেসি। ১৭৫ ম্যাচে তাঁর গোল ১০৩। চারে সুনীল। তিনি ১৩৮তম ম্যাচে ৯০টি গোল করলেন।

বুধবার পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেল ভারতের। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই ভারতীয় দল ৪-০ গোলে হারিয়ে দিল পাকিস্তান দলকে। বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ ফুটবলের আসরে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে ভারত। এই ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে ঝলমল করে উঠল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম। ভারতের হয়ে শেষ গোলটি করেছেন উদান্ত সিং।

প্রথম থেকেই বলের দখল ছিল ভারতের পায়ে। ম্যাচের ১০ মিনিটের মাথায় পাকিস্তানের গোলরক্ষক হানিফ একটি ব্যাক পাস পান। বেশ কিছু সময় বলটি নিজের পায়ে রাখেন তিনি। সুনীল সামনে গিয়ে তাঁর উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করতে থাকেন। ডান দিকে এক সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করেন হানিফ। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। সুনীল বল নিয়ে ফাঁকা জালে ঠেলে দেন।

ছ’মিনিট পরে সুনীল নিজের দ্বিতীয় গোল করেন পেনাল্টি থেকে। বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে সেটি পাকিস্তানের এক ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন সুনীল। সুনীলের গোলের সঙ্গেই উত্তাল হয়ে ওঠে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারি।

দু’টি গোল খেয়েই মাঠেই তালগোল হারিয়ে ফেল পাকিস্তান। ভারত একটানা আক্রমণ করে যাচ্ছিল পাকিস্তানের রক্ষনভাগে। ২৬ মিনিটের মাথায় আবার সুযোগ আসে ভারতের কাছে। বক্সের বাইরে অনিরুদ্ধকে ফাউল করেন পাকিস্তানের এক ডিফেন্ডার। ২৫ গজ দূর থেকে সুনীলের ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির কিছু ক্ষণ আগেই শুরু হয় ঝামেলা। ভারতের ডাগআউটের সামনে পাকিস্তানের ডিফেন্ডারের সঙ্গে লড়াইতে বলের নিয়ন্ত্রণ হারান প্রীতম কোটাল। পাকিস্তান থ্রো-ইন পায়। কিন্তু স্তিমাচ আবেদন করতে থাকেন ফাউলের। রেফারি তাতে কর্ণপাত না করায় পাকিস্তানের আবদুল্লাহ ইকবাল থ্রো করতে যাওয়ার ঠিক আগেই ভারতের কোচ পিছন থেকে তাঁর হাত থেকে বল কেড়ে নেন। পাকিস্তানের ফুটবলাররা সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একের পর এক ফুটবলার ছুটে আসেন। পাকিস্তান কয়েক জন ফুটবলার ধাক্কা মারেন স্তিমাচকে। ভারতের ফুটবলার এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানের ফুটবলারদের রাগ কিছুতেই থামছিল না। আসরে যোগ দেন পাকিস্তানের কোচও। তিনিও রেগে গিয়ে স্তিমাচকে লক্ষ্য করে কিছু বলতে থাকেন। বেশ কয়েক বার তেড়েও যান।

রেফারি, লাইন্সম্যান এবং দু’দলের কিছু ফুটবলারের মধ্যস্থতায় ঝামেলা থামে। রেফারি সুনীল এবং পাকিস্তানের অধিনায়ক হাসান বশিরকে মাঠে ডেকে কিছু কথা বলেন। তার পরেই স্তিমাচকে লাল কার্ড দেখান তিনি। পাকিস্তানের কোচকেও হলুদ কার্ড দেখানো হয়।

ভারতের তৃতীয় গোলটি আসে খেলার ৭২ মিনিটের মাথায়। বক্সের ভিতরে আক্রমণরত সুনীলকে পিছন থেকে ঠেলে ফেলে দেন মহম্মদ সুফিয়ান। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সুনীল। চতুর্থ গোল উদান্তার। নিজেদের অর্ধ থেকে লম্বা পাস বাড়িয়েছিলেন আনোয়ার আলি। উদান্তা বল ধরে পাকিস্তানের গোলকিপারকে পরাস্ত করেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

মংপুতে গাছ চাপা পড়ে মৃত্যুর শ্রমিকের

0
মংপু: মংপুতে গাছ চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তি মংপু সিঙ্কোনা চা বাগানের শ্রমিক বলে জানা গেছে। ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়।...

T20 World Cup Celebration | ওয়াংখেড়েতে বিশ্বজয়ের উল্লাস! ভাংড়ায় মাতলেন রোহিতরা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশ্বজয়ের স্বপ্নপূরণ।  টি টোয়েন্টিতে ১৭ বছর পর মিলেছে শ্রেষ্ঠত্বের শিরোপা (T20 World Cup Celebration)। তাই উচ্ছ্বাসটা বাধঁনহারা হবে এটার...

Oath Controversy | রাজভবনের হস্তক্ষেপ, অবশেষে তৃণমূল বিধায়কদের শপথ জট কাটল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নবনির্বাচিত তৃণমূল বিধায়কদের শপথ জট কাটল (Oath Controversy)। রাজ্যপাল শপথবাক্য পাঠ করাবার দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে।  বৃহস্পতিবার...

Chinese ferret-badger | ধূপগুড়িতে চাইনিজ ফেরেট-ব্যাজার উদ্ধার

0
নাগরাকাটা: চাইনিজ ফেরেট-ব্যাজার (Chinese ferret-badger) উদ্ধার হল ধূপগুড়ির (Dhupguri) শালবাড়ি এলাকা থেকে। বৃহস্পতিবার চাইনিজ ফেরেট-ব্যাজারের একজোড়া শাবককে উদ্ধার করেন বন দপ্তরের বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি...

Mid day meal | মিড ডে মিলে দুর্নীতি করতে চাপ, অভিযোগ করে আতঙ্কে ঘরছাড়া...

0
হরিশ্চন্দ্রপুর : মিড ডে মিলে (Mid day meal) দুর্নীতি করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। আর তাতে মদত দিচ্ছেন স্কুল পরিদর্শক (School Inspector)। এমনকি...

Most Popular