Saturday, June 29, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গভোট আসলেই প্রতিশ্রতি মেলে রাস্তা নির্মাণের, হয়না বাস্তবায়ন, ভোটে উৎসাহ নেই ভগবানপুরে

ভোট আসলেই প্রতিশ্রতি মেলে রাস্তা নির্মাণের, হয়না বাস্তবায়ন, ভোটে উৎসাহ নেই ভগবানপুরে

সামসীঃ প্রতিবছর ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তাটি আর পাকা হয়না। অথচ প্রতিবার ভোটের সময় আসলেই হাজারো প্রতিশ্রুতি মেলে। সব দলই রাস্তাটি পাকা করার জন্য হাজারো প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়না। সামসী পঞ্চায়েত এলাকার নিমতলা থেকে ভগবানপুর গ্রামতলা(ভায়া গড়িয়াল)অবধি রাস্তাটির হাল বেহাল। খানাখন্দে ভরা রাস্তাটি বর্তমানে জলকাদায় ভরা। স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও প্রায় দুই কিমি দৈর্ঘ্য কাচা রাস্তাটি আজও পাকা হয়নি। ওই বেহাল রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলেই পায়ে হেঁটেও চলা দায়। এনিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। বেহাল রাস্তার দরুন ভোট নিয়ে তেমন আগ্রহ নেই বাসিন্দাদের মধ্যে।

নিমতলা থেকে ভগবানপুর গ্রামতলা(ভায়া গড়িয়াল)অবধি কাচা মাটির রাস্তাটি দিয়ে চলাচল করেন নিমতলা, ভগবানপুর, সাহাড়াতলা, পিন্ডল তলা, মহেশপুর, শ্রীপুর, লক্ষীপুর, আন্ধারু প্রভৃতি গ্রামের মানুষ। সামসী রতনপুর হাট যেতে রাস্তাটি ব্যবহার করেন তারা। এছাড়াও সামসী রেলগেটে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকলে এই রাস্তাটিই ভরসা স্থানীয়দের।

ভগবানপুর গড়িয়ালপাড়ার বাসিন্দা আনিসুর রহমান ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, রাস্তাটির দৈর্ঘ প্রায় দু কিমি। পুরোটাই কাচা মাটির। বর্তমানে রাস্তাটি দিয়ে চলা যায়না। জলকাদায় ভরে রয়েছে পুরো রাস্তা। এবড়ো খেবড়ো ও বড়ো বড়ো গর্তে ভর্তি। বর্ষাকালে পুরো রাস্তায় জলকাদায় ভরে থাকে। বাইক, সাইকেল নিয়ে চলা যায়না। হাঁটু সমান কাদার ওপর দিয়ে যাতায়ত করতে হয়। এদিকে সুখা মরসুমেও চলা দায়। যারপরনাই ওই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় এক বাসিন্দা সেরাজুল ইসলাম জানান, বেহাল রাস্তার দরুন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার ছেলে মেয়েরা ভীষণ সমস্যায় পড়ছে। এলাকার কৃষক, ব্যবসায়িক মহল সকলেই বেহাল রাস্তার দরুন ক্ষুব্ধ। এদিকে বেহাল রাস্তার দরুন গ্রামে অ্যাম্বুল্যান্স যায়না। যার কারণে প্রসূতি মায়েরা জরুরিকালীন পরিষেবা পাচ্ছেননা।

এলাকার বাদিন্দা আব্দুর রশিদের বক্তব্য, প্রতিবছর ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তাটি আর পাকা হয়না। অথচ প্রতিবার ভোটের সময় আসলে হাজারো প্রতিশ্রুতি মেলে। সব দলই রাস্তাটি পাকা করার জন্য হাজারো প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাঁর অভিযোগ, ভোট চলে গেলে আর কারো দেখা মেলেনা। রাস্তাটি পাকা করার ব্যাপারে পঞ্চায়েত, ব্লক, বিডিও, মহকুমা প্রশাসন, বিধায়ক, এমপি সকলকে জানানো হলেও আজও রাস্তা পাকা হয়নি। পঞ্চায়েত থেকে মাঝে মধ্যে খানাখন্দ পূরণে দু চার ডালি মাটি ঢালা হত রাস্তায়। ব্যস ওই পর্যন্তই। তাই এলাকার বাসিন্দারা চাইছেন খুব শীঘ্রই রাস্তাটি প্রশাসনিক উদ্যোগে পাকা করা হোক।

এবিষয়ে জানতে চাওয়া হলে রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানান, সামসীর নিমতলা থেকে ভগবানপুর গ্রামতলা অবধি প্রায় দুই কিমি রাস্তাটির জন্য পথশ্রী প্রকল্পে ৬৪ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা মঞ্জুর হয়েছে। ওই বরাদ্দ অর্থে কংক্রিটের ঢালাই করে পাকা রাস্তা নির্মাণ করা হবে। ভোটপর্ব মিটলেই কাজ শুরু হবে বলে জানান বিডিও।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Soldiers killed near LAC | লাদাখে এলএসি’র কাছে হড়পায় ভেসে মৃত্যু ৫ জওয়ানের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র কাছে হড়পায় ভেসে মৃত্যু হল ৫ ভারতীয় জওয়ানের (Soldiers killed near LAC)। শনিবার লাদাখের দৌলত...

Copa America | ছন্দে ভিনিসিয়াস জুনিয়র, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় জয়ে ফিরল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোপা আমেরিকায় জয়ে ফিরল ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করেছিল কোস্টারিকার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-১ গোলে জিতল ব্রাজিল। জোড়া...

CJI Chandrachud Meets CM Mamata Banerjee | বিচারব্যবস্থায় সততা, নিরপেক্ষতা থাকা উচিত, রাজনৈতিক পক্ষপাতিত্ব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারব্যবস্থায় সততা, নিরপেক্ষতা থাকা উচিত, রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দ্বিশতবর্ষ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে...

Madhyamik Exam | মাধ্যমিকের সময়সূচি বদল, পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, ১০ ফেব্রুয়ারি থেকে...

ED Raid in Kolkata | ভোট মিটতেই তৎপর ইডি, আর্থিক প্রতারণা মামলায় কলকাতাজুড়ে শুরু...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই রাজ্যে আবার তৎপর কেন্দ্রীয় সংস্থাগুলি। শনিবার সকালে কলকাতা (Kolkata) এবং শহরতলিজুড়ে একাধিক জায়গায় হানা দেয় ইডি (ED Raid...

Most Popular