Tuesday, May 14, 2024
HomeBreaking Newsখেলতে খেলতেই পড়ে যায় ৪০ ফুটের গর্তে, জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করল...

খেলতে খেলতেই পড়ে যায় ৪০ ফুটের গর্তে, জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করল এনডিআরএফ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ খেলতে খেলতে ৪০ ফুট গভীর কূপে পড়ে গেল তিন বছরের শিশু। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায়। গভীর কূপ থেকে শিশুটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে আছে বিপর্যয় মোকাবিলা দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। দীর্ঘ ৬ ঘন্টার প্রচেষ্টায় জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হয় উদ্ধারকারী বিপর্যয় মোকাবিলা দল।

শনিবার সকালে বাড়ির পাশেই জমিতে খেলা করছিল তিন বছরের শিশুপুত্র শিবম। এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল শিশুটি। পাশেই কাজ করছিল তার মা। আচমকাই শিবম পড়ে যায় ক্ষেতের পাশেই তৈরি করা পরিত্যক্ত ৪০ ফুটের কূপে। বিষয়টি প্রত্যক্ষ করে জনা কয়েক কিশোর। তাদের চিৎকারে ছুটে এসে শিবমের মা দেখেন তার ছেলে গভীর কূপে। ভেসে আসছে শিশুর আর্তনাদ। খবর যায় পুলিশে। চলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারের কাজ। গর্তের ভিতরে শিশুটির যাতে অক্সিজেনের অভাব না হয়, সে জন্য কৃত্রিম উপায়ে অক্সিজেন পাঠানোর ব্যবস্থাও প্রস্তুত করে রাখা হয়েছে। গর্তের ভিতরে পাঠানো হয় খাবার ও জল। ক্যামেরার সাহায্যেও ওপর থেকে শিশুটির ওপর নজারদারী চালানো হয়। পরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গর্তের ভিতর থেকে জীবিত অবস্থাতেই শিশুটিকে উদ্ধার করতে করা সম্ভব হয়।

এনডিআরএফের এক আধিকারিক বলেন, ‘‘আমরা খবর পাই, একটি বাচ্চা বোরওয়েলে পড়ে গিয়েছে। ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করি। ওপর থেকে জল খাবার দেওয়া হয়। পরিকল্পনা নেওয়া হয় গর্তের পাশে সমান্তরালভাবে আরও একটি গর্ত খোঁড়ার। কিন্তু সেটার আর প্রয়োজন পরেনি। ওপর থেকে বিশেষ পদ্ধতিতে দড়ি ফেলে শিশুটির পায়ে ফাঁস লাগিয়ে ৪০ ফুট গভীর থেকে শিশুটিকে জীবিত অবস্থায় তুলে আনি’।

স্থানীয় সূত্রে খবর, শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে কোমরে আঘাত রয়েছে। যথেষ্ট আতংকের মধ্যে রয়েছে। শিশুটির চিকিৎসার জন্য চার সদস্যের চিকিৎসককে নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করতে পারায় খুশি স্থানীয়রা। কয়েক বছর আগে এলাকারই এক কৃষক চাষের জলের প্রয়োজনে ওই কূপটি খোঁড়েন। কিন্তু কাজ হয়ে যাওয়ার পরেও তা মাটি দিয়ে বুজিয়ে দেননি। ফলে গর্ত হয়েই পড়েছিল তা। খেলতে গিয়ে অসাবধানতাবশত সেই গর্তে পড়ে যায় শিশুটি। এই কৃষকের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

অতি সম্প্রতি মধ্যপ্রদেশের বিদিশা জেলায় একটি শিশুকন্যা এ ভাবেই কূপে পড়ে যায়। দীর্ঘ ক্ষণ পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে তার মৃত্যু হয়। গত ৬ জুন, মধ্যপ্রদেশেরই সেহোর জেলায় একটি আড়াই বছরের শিশু ৩০০ ফুট গভীর কূপে পড়ে যায়। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ilish

Bangladeshi Ilish | প্রায় দু’হাজার টাকা কেজি, স্টলে আসতে না আসতেই শেষ ইলিশ

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: কবি বলেছিলেন, নামে কী বা আসে যায়। সে কথাকেই একটু ঘুরিয়ে বলা, দামে কী বা আসে যায়! প্রায় দু’হাজার টাকা কেজি...

CBSC Exam Result 2024 | CBSC-র দশমে নজরকাড়া ফল চিরস্মিতের, প্রাপ্ত নম্বর জানলে অবাক...

0
মাথাভাঙ্গা: সোমবার সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সিবিএসসির মেধা তালিকা প্রকাশিত না হলেও এখনও পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কোচবিহার...

Mumbai | সার্টিফিকেট ছাড়াই বেআইনি বিলবোর্ড! মুম্বইয়ে ধুলোঝড়ে হোর্ডিং ভেঙে মৃত বেড়ে ১৪

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধুলোঝড়ের (Dust storm) তাণ্ডবে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। ঝড় চলাকালীন বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড (Billboard) ভেঙে পড়ে। সেই ঘটনায় মৃতের...

Siliguri | শহরের রাস্তা সম্প্রসারণে ১৭৯টি গাছ প্রতিস্থাপন

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) শহরের ব্যস্ততম সেবক রোড ও বর্ধমান রোড সম্প্রসারণের জন্যে ১৭৯টি গাছ স্থানান্তর করা হবে। সেগুলি কোথায় স্থানান্তর করা হবে...

Dengue | ডেঙ্গি মোকাবিলায় আগাম সতর্কতা, স্কুল, কলেজ সাফাই করবে পুরনিগম

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: ডেঙ্গি (Dengue) পরিস্থিতি মোকাবিলায় এবার কোমর বেঁধে নামতে চাইছে পুরনিগম। শহরের সমস্ত সরকারি হাউজিং কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর সাফাই করে দেওয়ার...

Most Popular