Sunday, May 12, 2024
HomeTop Newsপ্রার্থী বাছাইয়ে অনিয়ম! কেশিয়াড়ির গণভোট বাতিল করলেন অভিষেক  

প্রার্থী বাছাইয়ে অনিয়ম! কেশিয়াড়ির গণভোট বাতিল করলেন অভিষেক  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবজোয়ার কর্মসূচীতে গিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কেশিয়াড়ির প্রার্থী বাছাইয়ের ভোট বাতিল করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাই নিয়ে অনিয়মের অভিযোগ আসতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। সেই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে নতুন করে নির্বাচন করতে হবে বলে নির্দেশ দিলেন তিনি। সবং-এর বিধায়ক মানস ভুঁইয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করে নির্বাচনের দায়িত্ব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সূত্রের খবর, সেই নির্বাচনে যাঁরা অঞ্চল সভাপতি হিসেবে ভোট দেওয়ার অধিকার পেয়েছিলেন তাঁদের মধ্যে অনেককেই দলের ব্লক সভাপতি অনুমোদন দেননি। শুধুমাত্র বিধায়কের অনুমোদন পেয়েই ভোট দিতে চলে এসেছিলেন তাঁরা। সেকথা জানতে পারার পরেই রবিবার শালবনিতে দলের পর্যালোচনা বৈঠকে কেশিয়াড়ির প্রার্থী বাছাইয়ের ভোট বাতিল করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মুর দাবি, ভোট বাতিল দলের অভ্যন্তরীণ বিষয়। তিনি জানিয়েছেন, ব্লক সভাপতিকে সই করার জন্য ডাকা হলেও তিনি আসেননি। ভোটার তালিকায় অনুমোদন দিয়েছিলেন জেলা সভাপতি। যদিও এ বিষয়ে ব্লক সভাপতি শ্রীনাথের দাবি, কেন ভোট বাতিল হয়েছে তা তিনি জানেন না। তবে ভোট বাতিলের বিষয়ে অভিষেক যা বলেছেন তা মানতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি।

এদিকে, শনিবারের নবজোয়ার কর্মসূচীতে প্রত্যাশিত লোক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশা করা হয়েছিল এদিনের নবজোয়ারে ৮০ হাজার লোকের সমাগম হবে। কিন্ত সেই সংখ্যাটা অর্ধেকেরও কম হাজির হয়েছিলেন। শালবনির সভাতেও নাকি যথেষ্ট লোক হয়নি। তারপরেই রবিবার শালবনিতে দলীয় পর্যালোচনা বৈঠকে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। জেলার বিভিন্ন ব্লক ধরে ধরে সভাপতি এবং স্থানীয় বিধায়কদের সতর্ক করেন তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Leopard | শাবক সহ ঘুরে বেড়াচ্ছে মা চিতাবাঘ, সিঁটিয়ে চা শ্রমিকরা

0
বীরপাড়া: রাতে তো বটেই আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া (Birpara) থানার ডিমডিমা চা বাগানে দিনের বেলাতেও দেখা যাচ্ছে চিতাবাঘ (Leopard)। শনিবার ওই চা বাগানের (Dimdima...

Migrant Worker Death | ভিনরাজ্যে বহুতল থেকে পড়ে মৃত্যু তরুণ শ্রমিকের, দেহ ফিরতেই কান্নার...

0
গয়েরকাটা: ভিনরাজ্যে কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু (Migrant Worker Death) হল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাটের ১৯ বছরের এক তরুণের। মৃতের নাম শুভজিৎ রায়।...
eye surgery from Caesareans is done on the same table at birpara hospital

Birpara | নামেই স্টেট জেনারেল হাসপাতাল, একই টেবিলে চলে সিজার থেকে চোখ অপারেশন

0
মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: নামে স্টেট জেনারেল হাসপাতাল। তবে মূল পরিষেবা বলতে ‘রেফার’। অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয়রা বলছেন, বর্তমানে এর পরিচয় কার্যত বীরপাড়া(Birpara) স্টেট রেফারেল...

Arrest warrant | ৬ বছরের শিশুকে মোটা টাকায় বিক্রি! অভিযুক্ত বাবার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি...

0
রায়গঞ্জঃ ছয় বছরের শিশুকে মুম্বইয়ে বিক্রি করে দিলেন বাবা। এমনই অভিযোগ উঠেছে রতুয়া থানার সামসি সংলগ্ন পিন্ডলতলা গ্ৰামের বাসিন্দা কামাল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায়...
dinhatas dipankar sharma got 481 in hs

HS Result 2024 | অভাবের সঙ্গে লড়ে উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর, এসডিও হতে চায়...

0
সিতাই: সংসারের অভাব কাটিয়ে উচ্চমাধ্যমিকে(HS Result 2024) ভালো ফল করল কৃষকের ছেলে দীপঙ্কর শর্মা। কলা বিভাগে ৯৬ শতাংশ পেয়ে তাক লাগিয়েছে সে। ভবিষ্যতে তার...

Most Popular