উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করেছে ইডি। সোমবার ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা রয়েছে সুমিতের। আর এই বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামের মহেশপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের পিএ-কে ‘কালেক্টর’ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। ‘অভিষেকের দূত’ কর্মসূচি নিয়েও এদিন কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলনেতা।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার ইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। ইডি সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে একাধিক জায়গায় নাম উঠে এসেছে আপ্ত সহায়কের। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে। এই বিষয়ে সুমিত রায়ের তলব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। এদিন বিরোধী দলনেতা বলেন, ‘অভিষেকের পিএ-কে ‘কালেক্টর’। ফলের ঝুড়িতে টাকা আসত আর ও সেটা গুছিয়ে রাখত। ইডি ঠিক জায়গায় হাত দিয়েছে। এবার মনে হচ্ছে তদন্ত সঠিক পথে যাচ্ছে। সুমিতকে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বেড়িয়ে আসবে। ইডি তাঁদের কর্তব্য সঠিকভাবেই পালন করবে বলে আমার বিশ্বাস।’
সোমবার সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে সুমিত রায়কে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। আদালত এই সমন নিয়ে কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।