Sunday, May 12, 2024
HomeBreaking News২ মাস ধরে ‘ইনসাফ যাত্রা’র পর জানুয়ারিতে ব্রিগেডে সমাবেশ ডিওয়াইএফআইয়ের, নেতৃত্বে মীনাক্ষী

২ মাস ধরে ‘ইনসাফ যাত্রা’র পর জানুয়ারিতে ব্রিগেডে সমাবেশ ডিওয়াইএফআইয়ের, নেতৃত্বে মীনাক্ষী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ব্রিগেডে সমাবেশের ডাক দিল ভারতের গণতান্ত্রিক যুব সংগঠন বা ডিওয়াইএফআই। সোমবার ডিওয়াইএফআইয়ের রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানান, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আগামী বছরের ৭ জানুয়ারি সমাবেশ হবে। তার আগে সংগঠনের প্রতিষ্ঠা দিবস ও পদযাত্রার কর্মসূচিও পালিত হবে। কোচবিহার থেকে এই পদযাত্রা সব জেলা ছুঁয়ে কলকাতার ব্রিগেডে যাবে বলে জানা গেছে। সেখানেই সমাবেশের মাধ্যমে ২ মাস ধরে চলতে থাকা কর্মসূচির সমাপ্তি হবে।

রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা ভোটের আগে মজবুত করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর মুখ হিসেবে রাখা হয়েছে সিপিএমের তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এমনিতেই ধূপগুড়ি উপনির্বাচনের পর সিপিএমের সাংগঠনিক শক্তি তলানিতে এসে ঠেকেছে। পঞ্চায়েত নির্বাচনে দল যেটুকু লড়াই দিতে পেরেছিল, ধূপগুড়িতে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে ফল যে আদৌ ভাল হবে না তা বুঝতে পারছে আলিমুদ্দিন। এমনকি অনেক মহল থেকে সিপিএমের নেতৃত্বের দিকেই আঙুল তোলা হচ্ছে। সীতারাম ইয়েচুরি সহ বঙ্গ সিপিএমের অনেককেই খারাপ ফলের জন্য নিশানা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কী দলের সংগঠনের জোর বাড়াতে মীনাক্ষিকে ভরসা করতে চাইছে বঙ্গ সিপিএম?

এমনিতে বাম সমর্থকদের মধ্যে মীনাক্ষীর ভাল জনপ্রিয়তা রয়েছে। মীনাক্ষীর সভাসমিতিতে ভিড়ও হয় ভাল। সেটাকে কাজে লাগিয়েই কি লোকসভায় কিছুটা হলেও পায়ের তলায় মাটি ফিরে পেতে চাইছে সিপিএম। ব্রিগেডের আগে দু’মাস ধরে যে পদযাত্রার ডাক দেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে ইনসাফ যাত্রা। অর্থাৎ সংখ্যালঘুদের মন পেতেই সিপিএম এমন নামকরণ করেছে বলে মনে করছে অনেকে। তবে মীনাক্ষীর কথায়, ‘কেন্দ্র ও রাজ্য দুই সরকারের বিরুদ্ধেই তাঁদের এই কর্মসূচি’ তবে মনে করা হচ্ছে, নামে ডিওয়াইএফআইয়ের কর্মসূচি হলেও আদতে এই সমাবেশ সফল করতে আসরে নামবে সিপিএমই। ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের তরফে জেলাগুলোকে সেই বার্তা দিয়েও দেওয়া হয়েছে। দলের অনেক নেতাই মনে করছে, ব্রিগেড ভরাতে অসুবিধে হবে না সিপিএমের। কিন্তু ভোটবাক্সে বা সংগঠনে এর কতটা প্রতিফলন পড়বে সেটা কিন্তু বড় প্রশ্ন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | বন্ধ প্রাথমিক স্কুলে বসছে নেশার আসর, পুলিশকে চিঠি পাঠানোর উদ্যোগ সংসদের

0
সাগর বাগচী, শিলিগুড়ি: সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এখন গরমের ছুটি চলছে। বন্ধ স্কুলগুলি সমাজবিরোধীরা কার্যত নেশার মুক্তাঞ্চলে পরিণত করেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে।...

0
শিলিগুড়ি: ছোট ফাপড়ির সাহু নদীর চর সহ জঙ্গল এলাকা ক্রমেই ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় স্থানীয়রাই একজোট হয়ে জঙ্গল এলাকার সহ নদীর চরে...

HS Result 2024 | বাবা রাজমিস্ত্রি, উচ্চমাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে শিক্ষিকা হতে চায় নন্দিতা

0
তুফানগঞ্জ: ছোটবেলা থেকেই দেখে আসা শিক্ষিকার স্বপ্ন দু’চোখে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ভূগোল অনার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে চিলাখানা হাইস্কুলের উচ্চমাধ্যমিকে ৪৫৮ নম্বর...
bee problem in dhupguri

গরমে বিগড়েছে মেজাজ, হানাদারি বাড়ছে পরিযায়ী মৌমাছিদের

0
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ‘পরিযায়ী’র দাপটে বিপদ বাড়ছে। তা এড়াতে কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কেউ বা সটান পুকুরে ঝাঁপ। ‘পরিযায়ী’ শব্দটার একটা আলাদা মাহাত্ম্য আছে। বাড়ি...

Heavy Rain | ধেয়ে আসছে ঝড়, দোসর প্রবল বৃষ্টি

0
শিলিগুড়ি: ধেয়ে আসছে কালবৈশাখী। কয়েক ঘণ্টার মধ্যে মূলত গৌরবঙ্গের তিন জেলা মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছু এলাকায় আছড়ে পড়তে চলেছে ঘণ্টায়...

Most Popular