নিউজ ব্যুরো: ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল কর্ণাটকের হোয়েসালা মন্দির। সোমবার ইউনেস্কোর তরফে টুইট করে একথা জানানো হয়েছে। কয়েকদিন আগেই শান্তিনিকেতন এই স্বীকৃতি পেয়েছে। এবার হোয়েসালা মন্দির হেরিটেজ তকমা পেল। এটি ভারতের ৪২ তম ইউনেস্কো তালিকাভুক্ত সাইট। হোয়েসালা মন্দির হেরিটেজ তকমা পাওয়ায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনন্দ প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, “ভারতের জন্য আরও গর্বের বিষয়! হোয়েসালা মন্দিরের কালজয়ী সৌন্দর্য এবং জটিল বিবরণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের ব্যতিক্রমী কারুকার্যের প্রমাণ।”
হোয়েসালা মন্দিরগুলি হেরিটেজের তালিকায় স্থান পাওয়ায় পর্যটকদের ঢল নামবে বলে মনে করছে সরকার। হোয়েসালার চেন্না কেশভা এবং নাগেশ্বরার মন্দির দু’টি ১২০০ সালে নির্মাণ করা হয়েছিল। যমজ মন্দিরগুলি হোয়েসালা স্থাপত্যশৈলীর প্রতিনিধি।
দার্জিলিংয়ের টয়ট্রেন, সুন্দরবন, শান্তিনিকেতন, আগ্রা ফোর্ট, অজন্তা ও ইলোরা গুহা, তাজমহল, নালন্দা মহাবিহার, সাঁচির বৌদ্ধস্তূপ, ছত্রপতি শিবাজি টার্মিনাস, গোয়ার চার্চ, ফতেপুর সিক্রি, হিমালয়ান ন্যাশনাল পার্ক, কাজিরাঙা জাতীয় উদ্যান, ওডিশার কোনারক সূর্যমন্দিরের মতো জায়গাগুলি ইউনেস্কোর বিশ্ব হেরিটেজের তালিকায় রয়েছে।