Tuesday, May 14, 2024
Homeজাতীয়চাঁদের পর এবার সূর্য জয়ের লক্ষ্যে ভারত, দাবি প্রধানমন্ত্রীর

চাঁদের পর এবার সূর্য জয়ের লক্ষ্যে ভারত, দাবি প্রধানমন্ত্রীর

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: চন্দ্রবিজয় অভিযান সুসম্পন্ন। এবার লক্ষ্য-সূর্য। বুধবার জোহানেসবার্গ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা, ‘ভারত সফলভাবে চন্দ্র স্পর্শ করেছে। কিন্তু এখানেই আমরা থামছি না। ভবিষ্যতে আরও কিছু বড় এবং উচ্চাকাঙ্খী মহাকাশ প্রকল্প রয়েছে ভারতের। খুব দ্রুত এবার সূর্য অভিমুখে রওনা হবে ভারত। সূর্যের বিস্তারিত অধ্যয়নের জন্য ইসরো অতি শীঘ্রই ‘আদিত্য এল-১’ মিশন লঞ্চ করতে চলেছে। সূর্যের পর শুক্র গ্রহেও পা রাখবে ভারত। ‘গগনযান’-এর মাধ্যমে ভারত প্রথমবার ‘হিউম্যান স্পেস ফ্লাইট’ মিশনের প্রস্তুতিও নিয়ে ফেলেছে। এই প্রসঙ্গেই দক্ষিণ আফ্রিকা থেকে প্রধানমন্ত্রীর সহর্ষ বার্তা – ‘ভারত বার বার প্রমাণ করে চলেছে – স্কাই ইজ নট দ্য লিমিট’।

বুধবার সন্ধে ৬-০৪ মিনিটে ইতিহাস সৃষ্টি করল ভারত৷ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুর অঞ্চল স্পর্শ করল ‘ইসরো’র-চন্দ্রযান ৩। গোটা বিশ্বে ভারত চতুর্থ দেশ হিসেবে বিরল নজির স্থাপন করল এদিন। ভারতীয় মহাকাশ গবেষণায় আজকের দিন নি:সন্দেহে লেখা থাকবে স্বর্ণ অক্ষরে৷ সুদীর্ঘ ৪০ দিনের প্রতীক্ষার অবসানে অবশেষে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ সফলভাবে চন্দ্র পৃষ্ঠে অবতরণ করেছে আজ। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফল অবতরণে ভারত হল বিশ্বের চতুর্থ দেশ। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারত। এই ঘটনার সঙ্গেই গোটা দেশজুড়ে উদযাপন শুরু হয়েছে। ১৪ জুলাই থেকে দেশবাসীর চোখ ছিল মহাকাশযানটির অবতরণের অপেক্ষায়। আজ সেই খুশির বাঁধ ভেঙেছে দেশবাসীর।

‘বিক্রম’ এদিন যখন চাঁদের মাটি স্পর্শ করছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ‘ব্রিকস’ সম্মেলনের মঞ্চ থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘বিক্রম’ চন্দ্রস্পর্শ করা মাত্র উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় তাঁকে। তেরঙা পতাকা হাতে মুহূর্ত উদযাপন করেন তিনি। চন্দ্রযান-৩ সাফল্যের পরই গর্বের ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইসরোর বিজ্ঞানীদের কুর্ণিশ জানিয়েছেন তিনি। পাশাপাশি পরবর্তী মিশন আদিত্য-এল ১ সম্পর্কেও ভবিষ্যৎবানীও করেন। তিনি বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকায় থাকতে পারি কিন্তু আমার হৃদয় সবসময় চন্দ্রযান মিশনের সঙ্গে ছিল। ইসরো শীঘ্রই আদিত্য এল-১ এবং গগনযান মিশন শুরু করবে। গগনযান মিশন হতে চলেছে ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশ-উড়ান অভিযান। অর্থাৎ সৌরজগতের সর্বেসর্বা সূর্যকে জানাই এখন ভারতের সবচেয়ে বড় মিশন। আদিত্য-এল ১ মিশন সেই লক্ষ্যই পূরণ করবে। সূর্যের দেশে উঁকি দেবে ভারত, বুধবার সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জ মহকুমায় সম্ভাব্য তৃতীয় মৃৎশিল্পীর মেয়ে, স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার...

0
তুফানগঞ্জ: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৪৮০ নম্বর পেয়ে তুফানগঞ্জ মহকুমায় সম্ভাব্য তৃতীয় তথা স্কুলের সেরা হয়েছে শ্রাবণী পাল। মারুগঞ্জ হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী শ্রাবণী...

Python rescue | রাস্তার পাশ থেকে অজগর সাপ উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দিলেন...

0
চালসাঃ টোটো নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি অজগর সাপ নজরে আসে চালকের। রাস্তার পাশে থাকা অজগরটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন...

CBSE Result 2024 | সিবিএসই দশমের পরীক্ষার ফলাফলে তাক লাগাল বন্ধ বামনডাঙ্গা চা বাগানের...

0
নাগারাকাটা: নিজেদের সাধ্য নেই। পড়াশোনা করাতে ভরসা ছিল পেশায় প্রাথমিক শিক্ষক কাকা। তাঁর সহযোগিতাতেই নাগরাকাটার বন্ধ বামনডাঙ্গা চা বাগানের (Bamandanga tea garden) শ্রমিকের ছেলে...

Financial scam | কোটি টাকা তছরুপ রানিগঞ্জ পোস্ট অফিসে! গ্রেপ্তার পোস্টমাস্টার, ক্যাশিয়ার

0
রানিগঞ্জ ও আসানসোলঃ আসানসোলের রানিগঞ্জ হেড পোস্ট অফিসে আর্থিক দুর্নীতি। টাকা তছরুপের অভিযোগে পোস্টমাস্টার সহ দুই সরকারি কর্মীকে গ্রেপ্তার করল রানিগঞ্জ থানার পুলিশ। তাঁদের...
pok-violence

PoK Violence | পাক অধিকৃত কাশ্মীরে ক্ষোভের আগুন, গুলিতে মৃত ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্ষোভের (PoK Violence) আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir)। মঙ্গলবার সকালে পাক আধাসেনার গুলিতে প্রাণ হারালেন তিনজন। গুরুতর...

Most Popular