Friday, May 17, 2024
HomeExclusiveJalpaiguri | শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ বৌমার বিরুদ্ধে

Jalpaiguri | শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ বৌমার বিরুদ্ধে

শনিবার বিষয়টি জানাজানি হতেই ওই বৃদ্ধা স্থানীয় বিধায়ক নির্মল রায়ের দ্বারস্থ হয়েছেন। বিধায়কের সঙ্গে আলোচনার পর তাঁর কাছেই বৃদ্ধা প্রমীলাবালা রায় অভিযোগ করেছেন।

শুভাশিস বসাক, ধূপগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির প্রার্থী তাপসী রায়ের বিরুদ্ধে শাশুড়ির অ্যাকাউন্ট (Account) থেকে টাকা গায়েবের অভিযোগ উঠেছে। শনিবার বিষয়টি জানাজানি হতেই ওই বৃদ্ধা স্থানীয় বিধায়ক নির্মল রায়ের দ্বারস্থ হয়েছেন। বিধায়কের সঙ্গে আলোচনার পর তাঁর কাছেই বৃদ্ধা প্রমীলাবালা রায় অভিযোগ করেছেন।

যদিও ওই বৃদ্ধা থানায় না গিয়ে কেন বিধায়কের কাছে অভিযোগ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এর পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপির ধূপগুড়ি টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক পাপাই বসাক বলেন, ‘পারিবারিক বিষয় হলেও ওই বৃদ্ধা থানায় যেতে পারতেন। কিন্তু তিনি কেন বিধায়কের কাছে গেলেন আমরা বুঝতে পারছি না। এর পিছনে চক্রান্তও থাকতে পারে।’

তাপসীর শাশুড়ির অভিযোগ, অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা ছিল। গত ২০২১ সাল থেকে কয়েক ধাপে চেক ও এটিএম দিয়ে সম্পূর্ণ টাকা তুলে নিয়েছেন তাপসী। বর্তমানে চিকিৎসার (Treatment) জন্যে টাকা দরকার হলেও বেকায়দায় পড়েছেন তিনি। বৃদ্ধা বলেন, ‘ব্যাংকের পাশবই, চেকবই সহ সমস্ত কাগজপত্র ছেলের বৌয়ের কাছেই ছিল। সব টাকা তোলার পর সেই নথিগুলি ফেরত দিয়ে যায়। এখন চিকিৎসার জন্যে টাকা তুলতে গিয়ে দেখি অ্যাকাউন্টে এক টাকাও নেই।’

এদিকে বিধায়ক অবশ্য অভিযোগ পাওয়ার পরেই বৃদ্ধাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে গোটা ঘটনাটি অস্বীকার করেছেন তাপসী। তাঁর দাবি, কিছুদিন আগে ২ লক্ষ টাকা নিয়েছি বলে মামলা করেছিলেন শাশুড়ি। কিন্তু তা ধোপে টেকেনি। এবার একধাপে ৫০ লক্ষ টাকা গায়েবের কথা বলছেন। তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। এত টাকা ওঁর অ্যাকাউন্টে কোথা থেকে এল সবটাই তদন্ত হওয়া প্রয়োজন।’

গত ২০২১ সালে কাশ্মীরের লাওয়াপোরাতে টহলদারির সময়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন তাপসীর স্বামী জগন্নাথ রায়। ২০২৩ সালে ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে শহিদের স্ত্রী তাপসী রায়কে বিজেপি (BJP) প্রার্থী করেছিল। কিন্তু তিনি তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন।

ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় রায় বলেন, ‘এই মহিলাই ভোটে দাঁড়িয়ে মানুষের কাছে ভোট (Vote) ভিক্ষা চেয়েছিলেন। আর সেই এখন শাশুড়ির সঙ্গে প্রতারণা করছেন। বিজেপি প্রার্থী জয়ী হয়ে বিধায়ক হলে মানুষের সঙ্গে কী ঘটত তা ভেবেই অবাক হচ্ছি।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Israel-Hezbollah Conflict | ইজরায়েলের সেনাঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা। বৃহস্পতিবার রাতে উত্তর ইজরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটি...

Aishwarya Rai Bachchan | ভাঙা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan)। ফাল্গুনি শেন পিককের...
weather update in west bengal

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরবঙ্গের পাহাড়ি...

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

0
শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী ও শাশুড়ি। আর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে...

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

0
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল...

Most Popular