Saturday, April 27, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গTalk To Mayor | ডেপুটির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, টক টু মেয়রে...

Talk To Mayor | ডেপুটির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, টক টু মেয়রে ফোন করে গৌতমকে নালিশ

শিলিগুড়ি: অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ করায় ডেপুটি মেয়র রঞ্জন সরকার হুমকি দিচ্ছেন বলে এক ব্যক্তি অভিযোগ করলেন। শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিধান ঘোষ শনিবার টক টু মেয়র (Talk To Mayor) অনুষ্ঠানে ফোন করে সরাসরি মেয়রের কাছে এই অভিযোগ করেছেন। তাঁর আরও দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ওই নির্মাণ ভাঙা হচ্ছে না। অভিযোগ শুনে মেয়র ওই ব্যক্তিকে বলেন, ‘আদালতের নির্দেশিকার প্রতিলিপি বিল্ডিং বিভাগে কিংবা আমার ব্যক্তিগত সচিবকে দিয়ে যান। আমি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করব।’ ডেপুটি মেয়র রঞ্জন সরকারের অবশ্য দাবি, তিনি ওই ব্যক্তিকে চেনেনই না। তাঁর দাবি, ‘আমি এরকম কিছু জানিই না। ওই নামে কোনও ব্যক্তিকে চিনিই না তো হুমকি কাকে দেব।’ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বক্তব্য, ‘আমি জানি না কী হয়েছে। আমাকে ডেপুটি মেয়রের সঙ্গে কথা বলতে হবে।’

মেয়র তিন সপ্তাহ পর এদিন টক টু মেয়র অনুষ্ঠান করেন। এদিনের অনুষ্ঠানে ৮০ শতাংশ অভিযোগই অবৈধ নির্মাণ নিয়ে এসেছে। ২০০৯ সালে কংগ্রেসের বোর্ড থাকাকালীন ২০ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ ওঠে। ২০১৪ সালে ওই ঘটনায় কোর্টে মামলা হয়। সেই মামলার রায়ে আদালত অবৈধ নির্মাণ ভেঙে দিতে বলে বলে ওই ব্যক্তির দাবি। সেই ঘটনায় বারবার অভিযোগকারী ব্যক্তিকে ডেকে ডেপুটি মেয়র হুমকি দিচ্ছেন বলে টক টু মেয়রে ফোন করে অভিযোগ করেন।

অন্যদিকে, এদিন ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন পাল নিজের বাড়ির সামনে রাস্তা দখল নিয়ে অভিযোগ জানান। তাঁর বক্তব্য, প্রোমোটার পুরনিগমের রাস্তা দখল করে রেখেছে। পুরনিগম কি প্রোমোটারদের কাছে বিক্রি হয়ে গিয়েছে বলে রতন পাল নামে ওই ব্যক্তি  প্রশ্ন করেন। তাঁর কথার প্রত্যুত্তরে মেয়রের বক্তব্য, ‘সকলের সংযত হয়ে কথা বলা উচিত। আমি গিয়ে এলাকা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করব।’ এদিন আরও একটি অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ এসেছিল। সেখানে নোটিশও করা হয়েছে। এরপর আর নির্মাণ ভাঙা হয়নি বলে টক টু মেয়রে অভিযোগ আসে। ওই সময় পুরনিগমের বিল্ডিং বিভাগের এক আধিকারিক মেয়রকে বলেন, ‘১ নম্বর বরোর চেয়ারপার্সন গার্গী চট্টোপাধ্যায় কথা বলবেন বলেছেন।’ তখন মেয়র ওই আধিকারিককে উদ্দেশ্য করে বলেন, ‘কারও কথা শুনতে হবে না। নির্মাণটি অবৈধ বলে প্রমাণিত হলে সব ভেঙে দিতে হবে। শীঘ্রই ওই নির্মাণ ভেঙে ফেলুন।’ এর বাইরে রবীন্দ্রনগর, ৩৩ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকা থেকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ আসে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Teen Dies By Suicide | মাকে মারধর করেন মাদকাসক্ত বাবা, হতাশায় আত্মঘাতী কিশোরী!

0
খারগোন (মধ্যপ্রদেশ): মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করেন। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। সেই হতাশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। শুক্রবার মধ্যপ্রদেশের...

Lunar South Pole | চাঁদের দক্ষিণ মেরুতে আস্ত গবেষণাগার! ইতিহাস গড়ার লক্ষ্যে কোন দেশ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে (Lunar south pole) তৈরি হবে আস্ত গবেষণাগার (Research station)! ঠিক এমনই পরিকল্পনা করেছে চিন (China)। জানা গিয়েছে,...

WFI । নির্বাসনের ছায়া ঘনাচ্ছে ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর, সাবধান করল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা(UWW) আবারও নির্বাসিত করতে পারে বলে সতর্ক করল ভারতীয় কুস্তি ফেডারেশনকে(WFI)। যার জেরে সমস্যায় পড়তে পারে...
tea-workers-were-surrounded-police-station-for-protest

Tea Worker | কাজ করেও মেলেনি বেতন, থানা ঘেরাও চা শ্রমিকদের

0
বানারহাট: নিয়মিত কাজ করেও বেতন পাননি শ্রমিকরা। এই অভিযোগ তুলে বানারহাট(Banarhat) থানা ঘেরাও করল তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা(Tea Worker)। শ্রমিকদের অভিযোগ, তাঁদের পাক্ষিক বেতেন...

ICDS | ভোটের পর ২২ দফা দাবিতে আন্দোলনে নামার হুমকি অঙ্গনওয়াড়ি কর্মীদের

0
চালসা: ভোটের আগে রাজ্য সরকারের তরফে অঙ্গনওয়াড়ি (ICDS) কর্মীদের মাসিক ৭৫০ টাকা ও সহায়িকাদের ৫০০ টাকা সাম্মানিক বাড়ানো হয়েছে। তবে এতে খুশি নন তাঁরা।...

Most Popular