Tuesday, May 21, 2024
HomeBreaking Newsপুজোর উদ্বোধন করেছিলেন নিশীথ, দিনহাটার সেই ক্লাবের সামনেই বোমাবাজি ঘিরে তর্জা

পুজোর উদ্বোধন করেছিলেন নিশীথ, দিনহাটার সেই ক্লাবের সামনেই বোমাবাজি ঘিরে তর্জা

দিনহাটা: কালীপুজো মণ্ডপ চত্বরে বোমাবাজি! মণ্ডপ চত্বর থেকে উদ্ধার হল তাজা বোমা। সোমবার দুপুরে ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দিনহাটা-২ ব্লকের হোকদহ গ্রামে। দয়ার সাগর ক্লাবের সামনে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে চেপে দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে পালিয়ে যায়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে। ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ পুজো উদ্যোক্তারা। তাঁরা মেলা বন্ধের হুশিয়ারি দিয়েছেন। পুজো কমিটির কর্মকর্তা গৌর দাস বলেন, ‘বাড়িতে ছিলাম। হঠাৎ করে বোমার শব্দে বেরিয়ে আসি। পুলিশ আশ্বাস না দিলে মেলা বন্ধ রাখা হবে।’ বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল রাজনৈতিক তর্জা।

দিনহাটা-২ ব্লকের অন্যতম বড় পুজো আয়োজন করে হোকদহ গ্রামের দয়ার সাগর ক্লাব। এবার তারা দিল্লির লালকেল্লার আদলে পুজো মণ্ডপ তৈরি করেছে। পাশাপাশি বসেছে মেলাও। রবিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার ঠিক পরদিনই মণ্ডপ চত্বর থেকে বোমা উদ্ধারের ঘটনায় লেগেছে রাজনৈতিক রং।

বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, ‘তৃণমূল নেতা মন্ত্রীরা কোনও পুজোর উদ্বোধনে নিমন্ত্রণ পান না। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ওই পুজোর উদ্বোধন করেছেন। সেই রাগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে।’ যদিও তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের পালটা দাবি, ‘বিজেপিই বোমাবাজি করে তৃণমূল বিরুদ্ধে এখন অভিযোগ করছে।’  

এদিকে, গোটা ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। গোবিন্দ দে সহ অন্য বাসিন্দারা বলছেন, ‘হঠাৎ করে বোমার জোরাল শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কালীপুজোর সময় এরকম ঘটনা কাম্য নয়।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sikkim | বর্ষা নিয়ে সতর্ক সিকিম, পাহাড় কাটায় নিষেধাজ্ঞা

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ কবে হবে, তা এখনও অনিশ্চিত। তবে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় জুন মাসেই বর্ষার আগমন নিয়ে আশাবাদী সিকিম। আর বর্ষা শুরু...

রামের ভোট বামে ফেরা নিয়ে প্রশ্ন

0
  আশিস ঘোষ বামের ভোট গিয়েছিল রামে। এবার রামের সেই ভোট ফিরে আসছে বামে। ভোটের বাজারে মোটামুটি এমনই একটা থিয়োরি বেশ চলছে। মর্মার্থ, বামের...

কন্যাসন্তানের লাঞ্ছনা প্রাপ্য নয় আর

0
  অভিজিৎ পাল সাতসকালেই সংবাদপত্রের পাতায় দেখি ‘দুঃস্বপ্ন’! কে বা কারা এক শিশুকন্যাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গিয়েছে শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। শিলিগুড়ি মানে তো এখন...

ইউএপিএ : লঙ্কায় গেলেই হতে হয় রাবণ

0
  অর্ক দেব গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ফুরিয়ে আসছে। নির্বাচনি নির্ঘণ্ট অনুযায়ী, নবমীর নিশি অপস্রিয়মাণ। আর এই শেষবেলায় সকলের মনে প্রশ্ন একটাই। ক্ষমতা কে কুক্ষিগত...

Calcutta High Court Judge | ‘আরএসএসের সদস্য ছিলাম, ফিরে যেতে প্রস্তুত’, বিদায়ী ভাষণে মন্তব্য...

0
কলকাতা: ‘আরএসএসের সদস্য ছিলাম, সেখানেই ফিরে যেতে প্রস্তুত, বিদায়ী ভাষণে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ। তিনি সোমবারই বিচারপতির পদ থেকে অবসর...

Most Popular