Friday, May 10, 2024
HomeMust-Read Newsরাতারাতি ভরে ফেলা হচ্ছে ১ বিঘার পুকুর! দেখেও দেখছে না প্রশাসন

রাতারাতি ভরে ফেলা হচ্ছে ১ বিঘার পুকুর! দেখেও দেখছে না প্রশাসন

খড়িবাড়ি: প্রশাসনের চোখের সামনেই খড়িবাড়িতে জাতীয় সড়কের পাশে বেপরোয়াভাবে চলছে পুকুর ভরাট। অথচ প্রশাসন কিছুই জানে না। পুকুর ভরাট করে চড়া দামে জমি বিক্রির ছক ভেস্তে দিল উত্তরবঙ্গ সংবাদ। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন চোখ বন্ধ করে থাকলেও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোনওভাবেই জলাশয় কিংবা পুকুর ভরাট করা যাবে না। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের একাংশের মদতে খড়িবাড়ির পশ্চিম কেশরডোবায় ৩২৭ নম্বর জাতীয় সড়কের পাশে বেপরোয়াভাবে চলছে এক বিঘার একটি পুকুর ভরাট। উত্তরবঙ্গ সংবাদ-এর নজরে আসে বিষয়টি। খবর করতে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, এক বিঘার এই পুকুরটি স্বর্গীয় বিমল সরকারের। বিমলবাবুর দুই ছেলে। একজন নকশালবাড়ির একটি হাইস্কুলের শিক্ষক। অপর ছেলের নাম ভূপেন্দ্রনাথ সরকার ওরফে টুপন। জমির জাল দলিল তৈরি করে বিক্রির অভিযোগে সম্প্রতি ভূপেন্দ্রকে জেল খাটতে হয়। অভিযোগ, ভূপেন্দ্রর নেতৃত্বেই চলছে বেপরোয়া পুকুর ভরাট। নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি ট্র্যাক্টরে এনে চার-পাঁচদিন ধরে চলছে পুকুর ভরাটের কাজ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান কিংবা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কেন উদাসীন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, পুকর ভরাটের জেরে জল নিকাশির সমস্যা বাড়বে। খবর করতে গিয়ে মাটি ভরাটের সময় ক্যামেরায় ধরা পড়ে যায় একটি ট্র্যাক্টর। চালক জানান, মালিকের নির্দেশে পুকুর ভরাট করা হচ্ছে। কোনও রয়্যালটি ছাড়াই নদী থেকে বালি ও মাটি তোলা হচ্ছে।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিষয়টি এড়িয়ে গেলেও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ। তিনি এসেই গোটা এলাকা সরেজমিনে দেখে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও খড়িবাড়ি থানার ওসির সঙ্গে মোবাইলে কথা বলেন। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে খড়িবাড়ি পুলিশ। পুলিশ অভিযুক্তের বাড়ি গেলে দেখা যায়, অভিযুক্তরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছে। খড়িবাড়ি পুলিশ কাজ বন্ধ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ বলেন, ‘সম্পূর্ণ অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে। কোনও অনুমতি নেই।’ আইন অনুযায়ী কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

King cobra | ফের মেটেলিতে উদ্ধার বিশালাকার কিং কোবরা, বাক্সবন্দি করে সাপটিকে  জঙ্গলে ফেরালেন...

0
চালসাঃ ফের মেটেলি ব্লক থেকে উদ্ধার হল এক বিশালাকার কিং কোবরা। শুক্রবার বিকেলে মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা ভগীরথ পাড়া এলাকা থেকে উদ্ধার হয় সাপটি।...

Abhishek Banerjee | ‘এত নীচে কোনও রাজ্যপালকে নামতে দেখিনি’, শ্লীলতাহানিকাণ্ডে আক্রমণ অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "ক্ষমতা থাকলে রাজ্যপাল নিজের চেম্বারের ছবি দেখান। সেখানে উনি মেয়ের বয়সি মেয়ের সঙ্গে কী আচরণ করেছিলেন? তাহলেই তো সবটা স্পষ্ট...
bomb fear in siliguri

Siliguri | সুতলি বাঁধা বস্তুকে ঘিরে আতঙ্ক শিলিগুড়িতে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

0
শিলিগুড়ি: শিলিগুড়ির(Siliguri) পিএনটি মোড় এলাকায় সুতলি বাধা একটি বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার দুপুরে রাস্তার ধারে একটি নালার পাশে বড় আকারের ওই সুতলি বাধা...

Sheikh Shahjahan | সাদা কাগজে সই, মিথ্যে ধর্ষণের অভিযোগে প্রতিক্রিয়া শাহজাহানের, কী বললেন তিনি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাদা কাগজে সই ও ধর্ষণের মিথ্যে অভিযোগ নিয়ে মুখ খুললেন সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান শেখ (Sheikh Shahjahan)। শুক্রবার বসিরহাট (Basirhat court)...

Sandeshkhali | প্রাণনাশের আশঙ্কা গঙ্গাধর কয়ালের! কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। ভাইরাল হওয়া ভিডিও ফেক দাবি করে হাইকোর্টে...

Most Popular