Wednesday, May 15, 2024
HomeTop NewsAmit Shah | সংরক্ষণে আপত্তি সংক্রান্ত শা’য়ের ভাইরাল ভিডিয়ো ভুয়ো, দাবি বিজেপির,...

Amit Shah | সংরক্ষণে আপত্তি সংক্রান্ত শা’য়ের ভাইরাল ভিডিয়ো ভুয়ো, দাবি বিজেপির, অভিযোগ দিল্লি পুলিশে    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংরক্ষণ কোটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োকে হাতিয়ার করে ভোটের বাজার গরম করছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই ভিডিয়ো নিয়ে মুখ খুলল বিজেপি। বিজেপির দাবি, অমিত শা’র একটি ভিডিয়োকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরল করা হয়েছে। এই ঘটনায় দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছে বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রক। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সাইবার সেল। তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে দিল্লি পুলিশ।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে অমিত শা কে বলতে শোনা যাচ্ছে, ডক্টরেটে তপসিলি জাতি (এসসি), উপজাতি (এসটি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য যে সংরক্ষণ চালু আছে, তা আর আগামী দিনে থাকবে না! একটি জনসভা থেকে না কি এমনই বলেছেন শাহ। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।

বিজেপির অভিযোগ, কেউ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিয়ো বিকৃত করে সমাজমাধ্যমে ছড়িয়েছেন। অমিত শা কখনই এমন কথা বলেননি। ভিডিয়োটি ভুয়ো। বিজেপির দাবি, তেলেঙ্গানার মুসলিমদের জন্য যে ‘অসাংবিধানিক’ সংরক্ষণ রয়েছে, সেই কথাই বলেছিলেন অমিত শা। কিন্তু আসল কথা সরিয়ে দিয়ে তা বিকৃত করা হয়েছে।

এদিকে, বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের করা অভিযোগের ভিত্তিতে দিল্লির সাইবার ক্রাইম থানা ভাইরাল ভিডিয়োর তথ্য চেয়ে পাঠিয়েছে ফেসবুক ও এক্স কে। জানতে চাওয়া হয়েছে, সম্পাদিত এই ভিডিয়োটি প্রথমে কোন অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল। সেই তথ্য পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে বিজেপির অভিযোগ, এই ‘ভুয়ো’ ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কংগ্রেস। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে তেলেঙ্গনা কংগ্রেসের একটি পোস্ট শেয়ার করে অমিত মালব্য লেখেন, ‘‘কংগ্রেস একটি সম্পাদিত ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়াচ্ছে। যা সম্পূর্ণ ভুয়ো। অমিত শা কখনই এসসি এবং এসটি সংরক্ষণ নিয়ে কথা বলেননি। ধর্মের ভিত্তিতে মুসলিমদের দেওয়া অসাংবিধানিক সংরক্ষণ অপসারণের কথা বলেছিলেন তিনি।’’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল কৃষকের ছেলের, স্বপ্ন আইনজীবী হওয়ার

0
তুফানগঞ্জ: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল চিলাখানা হাইস্কুলের (Chilakhana High School) ছাত্র রসিদুল হকের। তার প্রাপ্ত নম্বর ৪৫৩। রসিদুলের বাড়ি তুফানগঞ্জ ১ (Tufanganj)...

London | লন্ডনে ছুরির কোপে খুন ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধা! গ্রেপ্তার অভিযুক্ত আততায়ী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনের (London) বাসস্টপে আচমকাই এক আততায়ীর ছুরির হামলায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত (Indian-origin) এক বৃদ্ধা। নিহত মহিলার নাম অনীতা মুখে...

Theft Case | ফাঁকা বাড়ির জানালা ভেঙে গয়না-টাকা চুরি

0
পুণ্ডিবাড়ি: ফাঁকা বাড়ির জানালা ভেঙে সোনার গয়না ও টাকা নিয়ে পালাল চোরেদের দল (Theft Case)। কোচবিহারের (Coochbehar) পুণ্ডিবাড়ি (Pundibari) থানার খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনচুকামারির...

চলাচল জরাজীর্ণ রাস্তায়, এক দশক পরেও হাল ফেরেনি জলঘরের রাস্তার

0
বালুরঘাট: গত ১৫ বছর ধরে রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়নি কেউ। বালুরঘাট ব্লকের জলঘর গ্রামের দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। হেলদোল...

Rekha Patra | রক্ষাকবচ চান, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী রেখা পাত্র

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। তাঁর বিরুদ্ধে কোথায় কটা মামলা...

Most Popular