Breaking News

মণিপুরের দাঙ্গায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা, দেওয়া হবে চাকরিও, ঘোষণা অমিত শাহের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মণিপুরে জাতি দাঙ্গায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের ১ জনকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে, জাতিগত হিংসায় উত্তাল মণিপুর। গত ৩মে থেকেই মণিপুরের পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় নেমেছে ভারতীয় সেনা ও অসম রাইফেলস। রাজ্যজুড়ে মোতায়েন রয়েছে এই দুই বাহিনীর কয়েক হাজার সেনা। সোমবার রাতেই চারদিনের সফরে অশান্ত মণিপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভল্লা এবং আইবির ডিরেক্টর তপনকুমার ডেকা। সূত্রের খবর, সেই রাতেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকেই ক্ষতিপূরণের অঙ্ক চূড়ান্ত করেন শাহ। তার পরেই ঘোষণা। রাজ্য ও কেন্দ্র মিলে এই সহায়তা করবে বলে খবর মিলেছে।

এদিকে জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে জিনিসের দাম বর্তমানে আকাশছোঁয়া। অনেক বেশি দাম দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এদিনের বৈঠকেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অমিত শাহ ও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় পেট্রল, রান্নার গ্যাস, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যের জোগান বৃদ্ধি করা হবে। যাতে অভাবজনিত মূল্যবৃদ্ধির পরিস্থিতি ঠেকানো যায়।

এ দিকে মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। পরিস্থিতি পুরোপুরি শান্ত হতে সময় লাগবে বলেই মনে করেন তিনি। সেনা সর্বাধিনায়ক বলেন, ‘‘আমরা দুর্দান্ত কাজ করেছি এবং তার ফলেই বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু মণিপুরের সমস্যা রাতারাতি উবে যাবে না। এটা ঠিক হতে কিছুটা সময় লাগবে।’’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

আলো দেখে ভয় পেয়েছে আমেরিকা

  শুভঙ্কর মুখোপাধ্যায় অন্ধকারে থাকলে যা হয় আর কি! একটুখানি আলো দেখেই ভয় পেয়ে গেছে…

4 mins ago

Poonch Terrorist Attack | পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা, শহিদ এক জওয়ান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and kashmir) পুঞ্চে (Poonch) বায়ুসেনার কনভয়ে জঙ্গিদের…

21 mins ago

Viral Video | গরম থেকে বাঁচতে রাস্তার উপর শেড! অভিনব উদ্যোগ দেখে মুগ্ধ নেটপাড়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে নাজেহাল দেশের অধিকাংশ রাজ্য। গরমের হাত থেকে বাঁচতে মানুষ…

27 mins ago

Amit Shah | অমিত শায়ের ভিডিও বিকৃতির অভিযোগ, গ্রেপ্তার কংগ্রেস কর্মী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাযের বক্তব্যের একটি ভিডিও বিকৃত করার অভিযোগে অল…

10 hours ago

ব্রেকফাস্টে নতুনত্ব কিছু চান? বানিয়ে নিন ‘আমের ওয়্যাফল’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। তাই শুধু শুধু আম না খেয়ে, পাকা…

11 hours ago

Death Case | স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী স্বামী!

কিশনগঞ্জ: এক দম্পতির রহস্যমৃত্যু (Death Case) ঘিরে চাঞ্চল্য ছড়াল বিহারের (Bihar) পূর্ণিয়ায় (Purnia)। স্ত্রীকে শ্বাসরোধ…

11 hours ago

This website uses cookies.