কলকাতা: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন শা। সেই সঙ্গে ঘুরে দেখেন রবি ঠাকুরের বাড়ি। প্রতি বছরই ২৫ বৈশাখে জোড়াসাঁকোয় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এবারও হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শা’র আগমন অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেছে। মন্ত্রীর সফর ঘিরে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
এদিন কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান অমিত শা। কবিগুরুর জন্মের সময় এবং তিথি জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রীর কথা মতো তথ্য সংগ্রহ করে তাঁর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী।
উপাচার্য বলেছেন, ‘জোড়াসাঁকোয় ঘুরতে ঘুরতে এক সময় অমিত শা জানতে চান রবীন্দ্রনাথের জন্মের সময় এবং তিথি কী? এই মুহূর্তে সেই তথ্য আমাদের হাতের কাছে নেই। উনি বললেন, জেনে ওঁকে জানাতে।’ এছাড়া আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কোথায় দেখা হয়েছিল? রবি ঠাকুরের বিশ্বকবির পরিবারের কেউ রয়েছেন কি না, সেসবও জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়াসাঁকোয় ভিজিটার্স বুকে শা গুজরাটি ভাষায় নিজের মতামতও লিখেছেন বলে জানিয়েছেন উপাচার্য।
এদিন অমিত শা’র সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়।