Wednesday, May 1, 2024
HomeTop NewsAnurag Thakur | ‘জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা’, তৃণমূলকে তুলোধোনা অনুরাগ...

Anurag Thakur | ‘জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা’, তৃণমূলকে তুলোধোনা অনুরাগ ঠাকুরের  

বাগডোগরাঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে বাংলা। নির্বাচনি প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। সেই সঙ্গে এদিন কংগ্রেসের বিরুদ্ধেও একাধিক মন্তব্য করেছেন বিজেপির এই সর্বভারতীয় নেতা। সোমবার সকালে উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারে এসেছেন অনুরাগ ঠাকুর। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্টের হয়ে প্রচারে এসেছেন বলে খবর। আজ দুপুরে পাহাড়ে রাজু বিস্টের সঙ্গে প্রচার কর্মসূচি রয়েছে বলে বিজেপি সূত্রে খবর। আজ বিকেলেই উত্তরবঙ্গে আসার কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi)।

এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে। বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটালেও তাদের ঘাঁটি এই বাংলা। শুধু তাই নয়, এই তৃণমূল সরকার অপরাধীদের আড়াল করে। রাষ্ট্রদ্রোহী, অত্যাচারী, দুর্নীতিবাজদের সুরক্ষা দেয়। এই রাজ্যের তৃণমূল নেতা মন্ত্রীদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। মানুষ আর সেসব মেনে নেবে না। এবারের নির্বাচনে বাংলার মানুষ ব্যালটে যোগ্য জবাব দেবে।

কংগ্রেসের প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে তলানিতে ঠেকেছিল ভারতের অর্থনীতি। সেখানে মোদি সরকারের আমলে দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট মজবুত হয়েছে। পশ্চিমী দুনিয়ার দেশগুলিতে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে, সেখানে ভারতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আছে। এদিন পরিসংখ্যান দিয়ে অনুরাগ ঠাকুর বলেন, মোদি সরকারের আমলে দরিদ্রসীমার নীচে থাকা  ২৫ কোটি ভারতবাসীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হয়েছে। ৪৩ কোটি লোককে দেওয়া হয়েছে মুদ্রালোন। এবার তাদের ঋণের পরিমান দ্বিগুন করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে কেন্দ্রের। কংগ্রেসের আমলে যেখানে দেশে ৫০০ দেশি-বিদেশী কোম্পানি ছিল, সেখানে বর্তমানে রয়েছে ১ লক্ষ ২০হাজার কোম্পানি। গত এক বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

দেশের সুরক্ষা প্রসঙ্গে বলতে গিয়েও কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধিকেও একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, রাহুল গান্ধি পরমানুনীতির বিরুদ্ধে। তাঁরা চায় না দেশের সুরক্ষা মজবুত হয়। তাঁরা বিদেশী শক্তিধর দেশগুলির হয়ে কথা বলে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

অধীর ও সেলিমের সহায় বিজেপি

0
রন্তিদেব সেনগুপ্ত রাজনীতি একটি বিচিত্র খেলা। এই খেলায় আদর্শের পাট অনেকদিন আগেই ঘুচে গিয়েছে। আদর্শের জায়গাটি দখল করেছে স্বার্থ এবং নানাবিধ হিসেবনিকেশ। হয়তো এই...
iron water is falling, people of Dhalpal are angry about waste

Water | অঝোরে পড়ছে আয়রনযুক্ত জল, অপচয়ে ক্ষুদ্ধ ধলপলবাসী

0
তুফানগঞ্জ: একই এলাকায় দুই ছবি ধরা পড়ল। কোথাও দেড় বছর ধরে পানীয় জল পরিষেবা একদম বন্ধ। আবার কোথাও টানা ৬ মাস থেকে অঝোরে সবসময়...

Champions League | সেয়ানে সেয়ানে টক্কর, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-বায়ার্ন ম্যাচ ড্র

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনা। ২-২ ড্র হল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ...

Weather update | গরমে হাঁসফাঁস দক্ষিণ থেকে উত্তর, ৮ জেলায় রেড অ্যালার্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছে কলকাতা। গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা দক্ষিণ থেকে উত্তরে।...

Cylinder Price | মাসের শুরুতেই কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কত?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই স্বস্তির খবর। কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG Cylinder Price)। চারটি মেট্রো শহরেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের...

Most Popular