Monday, May 13, 2024
Homeউত্তর সম্পাদকীয়আমরা এক কল্পরাজ্যের বাসিন্দা

আমরা এক কল্পরাজ্যের বাসিন্দা

দারিদ্র্যসীমার ২০১৭-’১৮ সালের সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়নি। কারণ রিপোর্ট নাকি অসংগতিতে পূর্ণ।

  • পঙ্কজ কুমার চট্টোপাধ্যায়

বিভূতিভূষণের ‘ফকির’ গল্পে ইছু মণ্ডল ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে নিয়মমতো নমাজ পড়ে জনে খাটতে যাওয়ার আগে বৌ নিমিকে বললে- খিদে পেয়েছে। কী আছে রে?

—কিছু নেই।

—দেখ না হাঁড়িটা- বড্ড খিদে পেয়েছিল।

—দুটো-ক’টা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই।

—তাই দে। বেনবেলা না- খেয়ে গেলি দুপুরবেলা এমন খিদে পায়, দা ধরতি হাত কাঁপে। কাজ করতি পারিনে।

ইছু মণ্ডলের গ্রামে ডিজিটাল বিভাজন ভেঙে এখন ঢুকে পড়েছে স্মার্টফোন। উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে পাওয়া গ্যাস সিলিন্ডার। এক কিলো মোটা চালের দাম ৩৫-৪০ টাকা। সবজির কিলো প্রতি গড় দাম কমপক্ষে ৪০- ৫০ টাকা। এই অবস্থায় গ্রামের মানুষ দৈনিক মাথাপিছু ৩২ টাকা খরচ করলে আর দরিদ্র থাকবে না।

নিয়মমতো দারিদ্র্যসীমার গণসমীক্ষা ২০১৭-’১৮ সালে সম্পন্ন হয়েছিল। কিন্তু সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়নি। কারণ রিপোর্ট নাকি অসংগতিতে পূর্ণ। অর্থাৎ রিপোর্ট মনমতো হয়নি। মিথ্যা বলেনি। আমরা যে মিথ্যার বেসাতি করা স্বাধীনতার পর থেকেই শিখে এসেছি।

হিটলার নিজে তাঁর আত্মজীবনীমূলক রচনা ‘মেইন কেমফ’-এ বলেছেন, ‘বেশিরভাগ মানুষের মনের আদিম সরলতার কারণে, জাতির সাধারণ মানুষ অধিক দ্রুততায় ক্ষুদ্র মিথ্যার থেকে বৃহৎ মিথ্যার শিকার হয়, কারণ তারা নিজেরা প্রায়শই ক্ষুদ্র বিষয়ে ক্ষুদ্র মিথ্যা বলে কিন্তু বৃহদাকারে মিথ্যাচারে তারা লজ্জা পাবে। তাদের মগজে কখনোই বৃহদাকার অসত্য নির্মাণে প্রবৃত্ত হওয়ার চিন্তা আসবে না এবং তারা বিশ্বাস করবে যে, অপর ব্যক্তিরাও সত্যকে জঘন্য রূপে বিকৃত করতে পারে না।’ আর তাই, মিথ্যা যত নির্লজ্জ হবে, ততই বিশ্বস্ততা মনে হবে। উল্লেখযোগ্য, ইতিহাসে ধিক্কৃত হিটলার নির্বাচনে জিতে জার্মানিতে ক্ষমতায় এসেছিলেন।

তাই মিথ্যার জন্য অপেক্ষা করতে হবে। সবুরে মেওয়া ফলেছে। নীতি আয়োগের সিইও বলেছেন, সদ্য প্রকাশিত দারিদ্র্যসীমার গণসমীক্ষা অনুযায়ী, ভারতে বর্তমানে মাত্র ৫% মানুষ দারিদ্র্যসীমার নীচে আছেন। এই তথ্য সত্য হলে তা ভারতের জিডিপি ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছোনোর লক্ষ্য থেকেও চমকপ্রদ। এমনকি চন্দ্রাভিযান এবং সৌরাভিযানের থেকেও মূল্যবান। দারিদ্র্যসীমার নীচে মানুষের সংখ্যা ২০১১-’১২ সালে ২২% থেকে দশ বছরে ৫% নেমে আসতে পারলে, ০% কেন হল না। চক্ষুলজ্জা বলে কিছু আছে তো! আরে আমেরিকার মতো দেশে দারিদ্র্য-হার ২০২১-এর ৭.৪% থেকে ২০২২ সালে ১২.৪% হয়েছে। আমেরিকাতে জলের থেকে হয়তো মদ অধিকলভ্য, তাই জল মেশানো যায়নি।

আমাকে নিন্দুক বলে ঠাওরাবেন না। একটু ধৈর্য ধরুন। ২০১৪ সালে প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর সি রঙ্গরাজনের নেতৃত্বে এক প্যানেল দারিদ্র্যসীমা নির্ণয় করতে গ্রামাঞ্চলে মানুষের মাথাপিছু মাসিক খরচ স্থির করেছিলেন ৯৭২ টাকা আর শহরাঞ্চলে ১,৪০৭ টাকা। অর্থাৎ গ্রামাঞ্চলে মাথাপিছু দৈনিক খরচ ন্যূনতম ৩২ টাকা হলেই সে দরিদ্র থাকবে না।

ইছু মণ্ডলের কথা দিয়ে শুরু করেছিলাম। নতুন রিপোর্ট অনুযায়ী দেশে, ইছুদের গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক খরচের পরিমাণ হয়েছে ২০২২-’২৩ সালে ৩৭৭৩ টাকা। তাহলে তো দারিদ্র্যসীমার নীচে কোনও মানুষ থাকার কথা নয়! বাকিটা বুঝে নিন।

(লেখক প্রাবন্ধিক। আলিপুরদুয়ারের ভূমিপুত্র, এখন থাকেন খড়দহে।)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Firecracker Explosion | শিবকাশিতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৮

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর শিবকাশিতে আতশবাজি কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। শিবকাশি যা ভারতের আতশবাজি বানানোর মূলকেন্দ্র হিসাবে বিবেচিত হয়...

CV Ananda Bose | শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের ৪ কর্মীকে তলব পুলিশের, তদন্ত নাপসন্দ, মুখ্যসচিবকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনের অন্দরে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিভিন্ন...

Rekha Patra | ‘রোহিঙ্গারা হামলা করছে…’, রেখা পাত্রর মুখে সন্দেশখালি নিয়ে বিস্ফোরক দাবি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির অশান্তি নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার অভিযোগ, ‘রোহিঙ্গারা সন্দেশখালিতে গিয়ে হামলা করছে। একজনের...

Acid Attack | স্ত্রী’কে অ্যাসিড ছুড়লেন স্বামী, লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম ছেলে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ত্রী-র সঙ্গে বিবাদের জেরে অ্যাসিড ছুড়েছিলেন স্বামী। কিন্তু স্ত্রী বেঁচে গেলেও সেই অ্যাসিডে পুড়ে গিয়ে গুরুতর জখম হল ছেলে। ঘটনাটি...

IPL-2024 | ৫ উইকেটে রাজস্থানকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৫ উইকেটে রাজস্থানকে হারিয়ে আইপিএলের প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই। এদিন প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৫ উইকেট...

Most Popular