Saturday, September 23, 2023
HomeBreaking Newsবড় ধাক্কা অনুব্রতর, আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে গোরুপাচার মামলাও সরল দিল্লিতে

বড় ধাক্কা অনুব্রতর, আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে গোরুপাচার মামলাও সরল দিল্লিতে

রাজা বন্দোপাধ্যায়, আসানসোল: তৃতীয়বার শুনানি শেষে গোরুপাচার মামলা সরল দিল্লিতে। ইডির আবেদনে সাড়া দিয়ে বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে। এদিন বিচারক রাজেশ চক্রবর্তী একটি দুপাতার নির্দেশ দেন। তাতে বলা হয়েছে, এই মামলা দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের পিএমএলএ কোর্টে পাঠানো হচ্ছে।

এর আগে গত ১৯ অগাস্ট ও ২ সেপ্টেম্বর আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে মামলার শুনানি হয়েছিল। এদিন ফের মামলাটি শুনানির জন্য আদালতে ওঠে। শেষ পর্যন্ত গোরুপাচার মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইডির আবেদনে সিলমোহর দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। যার ফলে গোরুপাচার মামলা এবার দিল্লিতে সরতে চলেছে।

ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘আমি এদিন ২০০৫ সালের একটা গেজেট নোটিফিকেশন আদালতে জমা দিয়েছিলাম। তাতে বলা হয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএর মামলায় সমস্ত  ক্ষমতা ইডিকে দেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ।’

প্রসঙ্গত, গত ২৮ জুলাই ইডির তরফে ৪৪(১/সি) নম্বর ধারায় মামলা স্থানান্তরের আবেদন করা হয়েছিল। গোরুপাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়ে এখন দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত, তাঁর কন্যা, প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার।

পরে আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, ‘আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল। এদিন তৃতীয় দিনের শুনানি শেষে ইডির আবেদনে সিলমোহর দিয়েছে আদালত। দু-পাতার নির্দেশ দেওয়া হয়েছে। তা পড়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।’ তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার রাস্তা খোলা আছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments