Wednesday, May 1, 2024
HomeBreaking NewsAsansole | টিকিটবিহীন যাত্রীর ব্যাগে কাড়ি কাড়ি টাকা, গঙ্গাসাগর এক্সপ্রেস থেকে উদ্ধার...

Asansole | টিকিটবিহীন যাত্রীর ব্যাগে কাড়ি কাড়ি টাকা, গঙ্গাসাগর এক্সপ্রেস থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ  

আসানসোলঃ হাওড়া গামী গঙ্গাসাগর এক্সপ্রেস (Gangasagar Express) ট্রেন থেকে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা। লোকসভা ভোট ঘোষণার আগেই ট্রেন থেকে এত পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ট্রলি ব্যাগ নিয়ে গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় এসি কামরা থেকে এক টিকিটবিহীন যাত্রীকে আটক করে আসানসোলের আরপিএফের জওয়ানরা। তাকে আসানসোল স্টেশনে নামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে পাওয়া যায় নগদ ৫০ লক্ষ টাকা। আরপিএফের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আসানসোলের আয়কর দপ্তরে এই খবর দেওয়া হয়। এরপর আয়কর দপ্তরের আধিকারিকরা এসে সব টাকা বাজেয়াপ্ত করেন। আয়কর দপ্তরের তরফে ঐ যুবককে সমন ধরিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হবে বলে জানা যায়।

আসানসোল স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর সোমনাথ বারিক বলেন, ঐ যুবকের নাম মোহিত কুমার (২১)। সে বিহারের ঝাঁঝা থেকে হাওড়াতে যাওয়ার জন্য ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেসের এসি থ্রি টায়ারে ছিলেন। ঐ ট্রেনে জশিডি থেকে উঠা কর্তব্যরত আরপিএফ জওয়ানদের তাকে দেখে সন্দেহ হওয়ায় টিকিট দেখতে চান। কিন্তু তার কাছে টিকিট ছিল না। ঐ যুবকের কাছে একটি বড় ট্রলি ব্যাগ ছিল। আরপিএফের জওয়ানরা তাকে জিজ্ঞাসা করেন ব্যাগে কি আছে ও খুলে দেখাতে বলেন। পুরো বিষয়টি সঙ্গে সঙ্গে আসানসোলে আরপিএফকে খবর দেওয়া হয়। ট্রেনটি আসানসোলে স্টেশনে আসার পরে ঐ যুবককে নামানো হয়। এরপর ট্রলি ব্যাগ খুলে দেখা যায় ৫০০ টাকার নোটের বান্ডিল। সব মিলিয়ে সেখানে রয়েছে ৫০ লক্ষ টাকা। এই টাকা কোথা থেকে সে নিয়ে আসছে ও কোথায় যাচ্ছে তার বিস্তারিত কিছুই বলতে চায়নি যুবক। সে শুধু বলে হাওড়াতে এই টাকা একজনকে পৌঁছে দেবার কথা ছিল তাঁর। কেন এই টাকা নিয়ে বিহার থেকে যাওয়া হচ্ছে, তার সঠিক উত্তর দিতে পারেননি ঐ যাত্রী। এরপর আয়কর দপ্তরকে বৃহস্পতিবার রাতে ডাকা হয়। তারা এসে পৌঁছান ও ঐ টাকা তারা বাজেয়াপ্ত করেন। পরে তাকে একটি সমন ধরিয়ে আপাতত ছেড়ে দেওয়া হয়। টাকার উৎস কি কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল এইসবই উত্তর সংগ্রহ করে নির্দিষ্ট দিনে তাকে দেখা করতে বলা হয়েছে।

শনিবার দুপুরে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। স্বাভাবিক ভাবেই তার আগে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Uttar Dinajpur news | পৃথক দুটি অভিযানে কাফ সিরাপ ও ব্রাউন সুগার সহ গ্রেপ্তার...

0
হেমতাবাদ: পাচারের চেষ্টা। লক্ষাধিক টাকার কাফ সিরাপ (Cough syrup) সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে একজনকে গ্রেপ্তার (Arrest) করল উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur news) হেমতাবাদ...

China | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চিন, হাইওয়েতে ধস নেমে মৃত অন্তত ১৯

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে (Heavy rain) বিপর্যস্ত চিন (China)। এই বৃষ্টির জেরে হাইওয়েতে ধসে (Highway collapsed) নেমে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন।...

Skin care tips | গরমে ত্বকের জেল্লা ফেরাতে ভরসা শুধুমাত্র জল, রইল টিপস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে ত্বকের জেল্লা হারিয়ে যাচ্ছে। রোদের তেজে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে। শুধুমাত্র জলেই ত্বকের জেল্লা ফেরানো যাবে! তবে কীভাবে?...
Panchayat work without opposition leader's seal

বিরোধী দলনেতার সিলমোহর ছাড়াই পঞ্চায়েতের কাজ, ক্ষোভ

0
জটেশ্বরঃ গ্রাম পঞ্চায়েত গঠনের পর প্রায় এক বছর হয়ে গিয়েছে। তারপরেও মেলেনি বিরোধী দলনেতা পদের সিলমোহর। সিলমোহর ব্যাবহার করে দুর্নীতি করা হতে পারে এই...

Mamata Banerjee | ‘কিছু বললেই বলে তৃণমূল চোর’, এবার প্রমাণ চাইলেন মমতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ থেকে র‍্যাশন একাধিক দুর্নীতির খবরে সরগরম বাংলা। রাজ্য সরকারের বহু নেতা-মন্ত্রী বর্তমানে জেলে। প্রায়ই রাজ্যে তদন্তের স্বার্থে পা রাখে...

Most Popular