গুয়াহাটি: এবার ইসলাম ধর্মাবলম্বীদের বহুবিবাহ নিষিদ্ধ করার পথে অসম সরকার। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বহুবিবাহ নিষিদ্ধ করার আইনি বিধিনিষেধ খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হবে বলে অসম সরকারের তরফে জানানো হয়েছে। রাজ্যে বহুগামিতা নিষিদ্ধ করার আইনি অধিকার সরকারের আছে কিনা, তা খতিয়ে দেখাই হবে কমিটির কাজ।
সোমবার টুইটে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘অসম সরকার রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য রাজ্য আইনসভার ক্ষমতাপ্রাপ্ত কিনা, তা পরীক্ষা করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি শরীয়ত আইন, ১৯৩৭-এর বিধানগুলি সংবিধানের ২৫ ধারার সঙ্গে মিলছে কিনা, তা পরীক্ষা করবে।’
দীর্ঘদিন ধরেই অভিন্ন দেওয়ানি বিধির স্বপক্ষে সওয়াল করে আসছে বিজেপি। অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় আইন নিষিদ্ধ করে দেশজুড়ে সমস্ত ধর্মাবলম্বী মানুষদের জন্য একই আইন প্রযোজ্য হবে। হিমন্ত বিশ্বশর্মার এই সিদ্ধান্ত সেই বিধি কার্যকর করার দিকেই আরও একধাপ এগোনো বলে মনে করা হচ্ছে।