উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রেল লাইনের ওপর লোহার পাত ফেলে নাশকতার চেষ্টা। এই ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বর্ধমান – রামপুরহাট প্যাসেঞ্জার। এই ঘটনায় এক যুবককে পাকড়াও করেছে আরপিএফ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাতে বর্ধমান – রামপুরহাট প্যাসেঞ্জারের চালক জানান, রাত ১০টা নাগাদ বোলপুর ও প্রান্তিক স্টেশনের মাঝখানে রেল লাইনে পড়ে থাকা কোনও ভারী জিনিসের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লেগেছে। অল্পের জন্য লাইনচ্যুত হওয়ার হাত থেকে রেহাই পায় ট্রেনটি। বস্তুটির সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের ইঞ্জিন। ইঞ্জিন থেকে নেমে চালক দেখেন রেল লাইনের ওপর পড়ে রয়েছে লোহার মোটা পাত। ইঞ্জিন মেরামতি করে প্রায় ঘন্টখানেক পর ফের যাত্রা শুরু করে প্যাসেঞ্জার ট্রেনটি।
এর আগেও একই জায়গায় এরকম ঘটনা ঘটেছে বলে আরপিএফ সূত্রে খবর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটার পর থেকেই রেল লাইনের ওপর ঞ্জরদারি শুরু করে আরপিএফ কর্মীরা। সেদিনই রাত ২টো নাগাদ তাঁরা দেখতে পান, এক যুবক লোহার মোটা পাত রেল লাইনের ওপর রাখছেন। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করেন আরপিএফ। জানা গিয়েছে ধৃত যুবকের নাম থান্ডার। ধৃতকে বোলপুর স্টেশনের আরপিএফ কেন্দ্রে নিয়ে আসা হয়। জেরায় ধৃত দাবি করেন, লোহার পাতগুলি কাটার প্রয়োজন ছিল। কিন্তু বাড়িতে কাটার কোনও যন্ত্র ছিল না, তাই রেল লাইনে পাত রেখে কাটার পরিকল্পনা করেছিলেন তিনি। তার ফলে যে ট্রেন বেলাইন হতে পারে সে ধারণা ছিল না তাঁর। যদিও যুবকের যুক্ত মানতে নারাজ আরপিএফ। নাশকতার উদ্দেশ্যেই রেল লাইনে লোহার পাত ফেলেছিল বলে অনুমান তাঁদের। রেল দুর্ঘটনা ঘটানোর চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছে তারা। সঙ্গে যোগ হয়েছে অবৈধভাবে রেল লাইনে ঢোকার অভিযোগ।