কিশনগঞ্জঃ আগ্নেয়াস্ত্র পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র। শুক্রবার অস্ত্রগুলি উদ্ধার হয় বিহারের পূর্ণিয়ার মুফসিল থানা এলাকার ভাডো গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশের নাকা চেকিং-এর সময় পুলিশ বমাল পাকড়াও করে দুই কুখ্যাত দুষ্কৃতীকে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম ঠিকানা জানায়নি সংশ্লিষ্ট থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপনসূত্রে পুলিশের কাছে খবর আসে একটি নম্বরবিহীন বাইকে পাচার হচ্ছে আগ্নেয়াস্ত্র। সেই খবর পাওয়া মাত্রই পুলিশ কাল বিলম্ব না করে নাকা চেকিং শুরু করে বিহারের পূর্ণিয়ার মুফসিল থানা এলাকার ভাডো গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। এদিন দুপুরে নাকা চেকিং চলাকালীন একটি নম্বরবিহীন বাইক আটক করে পুলিশ। বাইকে থাকা দুই যুবককে আটক করে শুরু হয় তল্লাশি। তল্লাশি চালাতে গিয়ে পুলিশ ধৃতদের কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করে দু’টি অত্যাধুনিক পিস্তল, একটি দেশি পাইপগান, তিনটি ম্যাগাজিন ও ছয়টি কার্তুজ। ধৃতদের হেপাজতে থাকা দুটি মোবাইল ফোন ও পাচারে ব্যবহৃত নম্বরবিহীন বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নাম ঠিকানা জানায়নি। মহকুমা পুলিশ আধিকারিক পুস্কর কুমার জানান, আগামীকাল অর্থাৎ শনিবার ধৃতদের আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ধৃতদের কমপক্ষে ৭ দিনের হেপাজত চাওয়া হবে।