সোমবার, ১৭ মার্চ, ২০২৫

জি ২০ বৈঠকে ভারতে আসছেন না পুতিন,কেন এই সিদ্ধান্ত? জানাল মস্কো

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জি২০ সম্মেলনে আসছেন না ভারতে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন। সেখানে উপস্থিত হবেননা ভ্লাদিমির পুনিত। কিন্তু কেন এমন সিদ্ধান্ত। এনিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘‘সে সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিক ভাবে জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না।’’

সশরীরে সম্মেলনে হাজির হতে না পারলেও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জি২০ শীর্ষ বৈঠকে বক্তৃতা রাখতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট এমনটাই দাবি করছে কূটনৈতিক মহল। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হয় রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ। আর যুদ্ধ শুরু হওয়ার পর রুশ প্রেসিডেন্ট পেরোয়নি সোভিয়েত ইউনিয়নের সীমান্ত। এমনকি গত বছরও জি২০ সম্মেলন বাতিল করেছিলেন পুতিন। এই বৈঠকটি বসেছিল ইন্দোনেশিয়ার বালিতে।মাস কয়েক আগে জি২০-তে পুতিনের যোগদানের সম্ভাবনা সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বলেছিলেন, ‘‘সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’ আজ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল তিনি জি২০ সম্মেলনে যোগ দিতে আসতে পারছেন না ভারতে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলতি সপ্তাহে বসেছিল ব্রিকস সম্মেলন। সেখানে উপস্থিত ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা। সেখানেও গরজাহির ছিলেন পুতিন।ইউক্রেনে যুদ্ধাপরাধ, শিশুদের গনহত্যা করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কারণেই ব্রিকসে গরহাজির ছিলেন পুতিন। অন্যদিকে, ২০১৯ সালে জাপানের ওসাকায় আয়োজিত জি২০ শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Kishanganj | ফের অগ্নিকাণ্ড চানামনা গ্রামে, পুড়ে ছাই তিনটি বাড়ি

কিশনগঞ্জ: রবিবার রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি।...

Virat Kohli | আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি-কেকেআর, প্রস্তুতি শুরু বিরাটের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)...

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...

Army officer assaulted | গাড়ি না সরানোয় সেনা আধিকারিককে বেধড়ক মার, ভাঙল হাত, পাতিয়ালায় ১২ পুলিশ কর্মী সাসপেন্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনা আধিকারিক ও তাঁর...