রাজ্য

শহিদদের শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় বালুরঘাট দিবস পালন

বালুরঘাট: ভারত ছাড়ো আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বালুরঘাট দিবস পালন করা হল। বৃহস্পতিবার বালুরঘাটের ডাঙ্গিতে ৪২ আন্দোলনের শহিদদের স্মৃতিসৌধে ফুলের মালা দিয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম।

ডাঙ্গির পাশাপাশি এদিন বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতি সৌধতে শ্রদ্ধা জানান জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজেশ কুমার মণ্ডল, ১৪ সেপ্টেম্বর বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযুষ দেব, বিপ্লব খাঁ সহ অন্যান্য বিশিষ্টজনরা।

প্রসঙ্গত, ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা। ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তাঁরা। সেইসময় প্রায় দুই দিন স্বাধীনতার স্বাদ পান বালুরঘাটবাসী। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বালুরঘাটেও। দেশকে পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করতে ভারতবর্ষে যতগুলি আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ৪২ সালের এই ভারত ছাড়ো আন্দোলন।

বালুরঘাটের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বালুরঘাট শহরের উপকণ্ঠে ডাঙ্গি গ্রামে হাজার হাজার মানুষ জমায়েত হন আগের দিন রাতে। ১৪ সেপ্টেম্বর তাঁরা বালুরঘাটে এসে শহর অবরুদ্ধ করে দেন। আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস, প্রশাসনিক ভবনে। লুঠপাঠ চলে সমস্ত সরকারি অফিসে। তৎকালীন প্রশাসনিক ভবন বর্তমানে ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভয়ে পালিয়ে যান ব্রিটিশ কর্তারা। দুই দিন স্বাধীন থাকার পর ফের ব্রিটিশ সেনা ফিরে এসে পুনরায় দখল নেয় বালুরঘাটের। চলে ধরপাকড়, অত্যাচার। সেদিনটি স্মরণ করে আজও ১৪ সেপ্টেম্বর সমমর্যাদায় পালিত হয় বালুরঘাট দিবস। জেলা প্রশাসনের তরফে এদিনটি সম মর্যাদায় পালন করা হয় প্রতি বছর।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Rachna Banerjee | সংসার হয়নি প্রবালের সঙ্গে, ‘ভালো বন্ধু’ হয়ে রচনার মনোনয়নে দেখা মিলল স্বামীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাগজে কলমে তাঁরা ডিভোর্সি নন, অথচ থাকেন আলাদা। তবুও তাঁরা ভালো…

14 mins ago

পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে মিলবে টাকা, গুজব ছড়াতেই আসরে দালালচক্র

রায়গঞ্জ: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট খুললেই মিলবে মোদির টাকা। এমন গুজবে রায়গঞ্জ জেলা ডাকঘরের…

18 mins ago

Murder Case | পারিবারিক অশান্তির জের, ছেলের হাতে খুন মা!

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: পারিবারিক বিবাদের জেরে ছেলের হাতে খুন হলেন মা (Murder Case)। ঘটনাটি ঘটেছে…

22 mins ago

পাম্প হাউস থাকলেও পৌঁছোচ্ছে না জল, ক্ষোভ বাসিন্দাদের

নাগরাকাটা: গ্রামে পাম্প হাউস থাকলেও জল পৌঁছোয় না একাধিক এলাকায়। ক্ষোভে এলাকার বাসিন্দারা সেই পাম্প…

45 mins ago

একমাত্র চিকিৎসক ছুটিতে, বন্ধ প্রাণী স্বাস্থ্যকেন্দ্র

রাঙ্গালিবাজনা: মাত্র একজন চিকিৎসকই ভরসা। নেই কোনও সহকারী। চিকিৎসক ছুটিতে গেলে বন্ধ থাকে আলিপুরদুয়ার জেলার…

1 hour ago

Oklahoma tornado | ওকলাহোমায় টর্নেডোতে মৃত ৪, আহত শতাধিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোতে মৃত্যু হয়েছে ৪ জনের। বড় বিপর্যয়ের আশঙ্কায়…

1 hour ago

This website uses cookies.