Saturday, May 18, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গঅ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ায় অংশ নিচ্ছেন বালুরঘাটের শিক্ষিকা সঞ্চিতা

অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ায় অংশ নিচ্ছেন বালুরঘাটের শিক্ষিকা সঞ্চিতা

বালুরঘাট: মনোবল ও শারীরিক সক্ষমতা যে বয়সকেও হার মানায়, তারই জ্বলন্ত উদাহরণ আঙিনা বোরোইট হাইস্কুলের শিক্ষিকা। বয়সের ভারকে পিছনে ফেলে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সুদূর মালয়েশিয়ায় ছুটছেন বালুরঘাটের বাসিন্দা তথা চল্লিশোর্ধ্ব সঞ্চিতা সাহা। চলতি মাসের ১৬ তারিখ থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিতে বুধবারই আকাশপথে রওনা হচ্ছেন ওই স্কুল শিক্ষিকা। যার সাফল্য কামনা করে উচ্ছ্বসিত হয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও তাঁর পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলতি মাসের ১৬ তারিখ থেকে দুদিন ব্যাপী মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসছে। যেখানে ত্রিপল জাম্প, লঙ জাম্প, হাই জাম্প, একশো মিটার দৌড় ও দুশো মিটার দৌড় সহ বেশকিছু বিষয় রয়েছে। ৩৫তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ওপেন মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেই প্রতিযোগিতায় এবারে ডাক পেয়েছেন সঞ্চিতা। উত্তরবঙ্গজুড়ে চারজন এই প্রতিযোগিতায় ডাক পেলেও জেলা থেকে একমাত্র ওই স্কুল শিক্ষিকাই ডাক পেয়েছেন। যাকে ঘিরে রীতিমতো খুশির আমেজ তৈরি হয়েছে ওই শিক্ষিকার পরিবারে। তবে সঞ্চিতার কাছে এই প্রতিযোগিতা নতুন কোনও বিষয় নয়। বয়সের ভারকে পিছনে ফেলে এর আগেও একাধিক প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলে সফলতার শীর্ষে পৌঁছেছেন ওই শিক্ষিকা। এবারে বিদেশের মাটিতে পদক জয়ের স্বপ্ন কোনভাবেই হাতছাড়া করতে চাইছেন না সঞ্চিতা। আর যা নিয়েই দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি।

সঞ্চিতা সাহা বলেন, ‘সমগ্র ভারতবর্ষ থেকে মোট ৪৩ জন প্রতিযোগী মালয়েশিয়ার কুয়ালালামপুরের ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। যেখানে তিনি সহ উত্তরবঙ্গের মোট চারজন প্রতিযোগী রয়েছেন। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় একাধিক ইভেন্ট রয়েছে। বয়স অনুযায়ী মোট চারটি ইভেন্টে অংশ নিচ্ছি।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kalyan Banerjee | ‘১ লক্ষ ভোটে হারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়’, এমন পোস্টার ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে শ্রীরামপুরে পোস্টার ঘিরে উত্তেজনা। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্টার সাঁটানো হয়েছে জায়গায় জায়গায়। শুক্রবার রাতে কেউ...

Gyanvapi | বারাণসীতে চোরাস্রোতের নাম জ্ঞানবাপী

0
রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: গুগল ব্যাপারটাকে গুলিয়ে রহস্যময় করে তুলেছে আরও। গুগল ম্যাপে সার্চ করলে আর কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে জ্ঞানবাপী  মসজিদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে...

উৎসব কই, বড় অসহ্য নির্বাচনের পরিবেশটা

0
গৌতম সরকার দিন যে আমার কাটে না রে...। কী যে যন্ত্রণা! কোথাও ভোট হয়ে গিয়েছে। কিন্তু নির্বাচনি বিধি বলবৎ। যার গেরোয় স্তব্ধ সবকিছু। যেখানে ভোট...

যে শালিক মরে যায় কুয়াশায়, সে তো আর…

0
দ্যুতিমান ভট্টাচার্য সকালে এক শালিক দেখা মানেই বুক দুরুদুরু! এই রে দিনটা খারাপ হতে চলেছে! বহু মানুষই সযত্নে এই কুসংস্কার মনে লালিত করেন। আবার...

আবেগের ভক্তিরস বনাম দারিদ্র্য

0
রূপায়ণ ভট্টাচার্য মন্দিরের মতো দেখতে রাজকীয় অযোধ্যা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি কাঠবেড়ালির চমৎকার স্থাপত্য রয়েছে। রামায়ণের সেতুবন্ধনের সেই বহু আলোচিত কাঠবেড়ালিকে...

Most Popular