মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ব্যাংকে ঋণ বকেয়া ৮০ লক্ষ! আত্মহত্যার চেষ্টা করে সাময়িক সম্পত্তি দখল রুখলেন ঋণখেলাপি     

শেষ আপডেট:

কিশনগঞ্জঃ ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় গ্রাহকের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলাম করার নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঋণ খেলাপির সম্পত্তি দখল নিতে আসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। এরপরই গ্রাহক গ্যাসের সিলিণ্ডারে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া শহরের ঝান্ডা চকে। এই ঘটনার পর তাঁকে ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত সময় দিয়েছে আদালত।

জানা গিয়েছে, স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৮০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন বিহারের পূর্ণিয়া শহরের ঝান্ডা চকের এক বাসিন্দা অভিষেক কুমার। সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত ব্যাংককে নির্দেশ দেয় ঋণ খেলাপির বন্ধক রাখা সম্পত্তি নিলাম করে বকেয়া টাকা আদায়ের। আদালতের সেই নির্দেশ পেয়ে বৃহস্পতিবার বিকেলে ব্যাংক কর্তৃপক্ষ ঋণখেলাপির সম্পত্তির দখল নিতে আসেন। এরপরই অভিষেক কুমার আত্মহত্যা করতে রান্নাঘরে গিয়ে গ্যাসের সিলিণ্ডারে আগুন লাগিয়ে দেন। এরপরই স্থানীয়দের প্রচেষ্টায় নেভানো হয় আগুন।

ঋণখেলাপি অভিষেক কুমারের কথায়, প্রতি মাসেই ঋণের কিস্তির টাকা জমা করতেন। কিন্তু সম্প্রতি তিনি আর্থিক সমস্যার কারণে একটু অসুবিধায় ছিলেন। আর ব্যাংক বিনা নোটিশে বাড়ী নিলাম করে দিয়েছে। আর এইদিন বাড়ি ও অস্থাবর সম্পত্তির দখল নিতে আসে। সেইজন্যই উনি গ্যাস সিলিণ্ডারের আগুনে আত্নহত্যার চেষ্টা করেন।

ঘটনার খবর পাওয়া মাত্রি ঘটনাস্থলে পৌছায় পূর্নিয়ার মহকুমা শাসক রাকেশ রমন ও মহকুমা পুলিশ আধিকারিক পুস্কর কুমার। এই ঘটনার পর এদিন ব্যাংক ও প্রশাসনের কর্তারা অভিষেক বাবুর বাড়ী নিলাম বা দখল করতে পারে নি। তাঁকে বকেয়া ঋণ পরিশোধের জন্য অভিষেককে মহকুমা শাসক ২৩মে পর্যন্ত সময় দেন। অথবা আদালত থেকে স্থগিতাদেশের অর্ডার আনার। যদি ঋণখেলাপি এই দুইটি শর্ত সময়ের মধ্যে পূরণ করতে না পারেন তবে ব্যাংক ও প্রশাসন আইন অনুযায়ী বন্ধক রাখা সম্পত্তি ও বাড়ীর দখল নেবে বলে জানিয়েছেন মহকুমা শাসক।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

UPSC | ফল প্রকাশ হল ইউপিএসসি-র, শীর্ষস্থানে উত্তরপ্রদেশের মেয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার প্রকাশিত হল সর্বভারতীয় সিভিল...

Rahul Gandhi | ‘আপস করেছে কমিশন’, বস্টনে বিস্ফোরক রাহুল

ওয়াশিংটন ও নয়াদিল্লি: বিদেশ সফরে গিয়ে মহারাষ্ট্র বিধানসভা ভোটে...

Cooch Behar | স্কুলে ধর্ষিতা অষ্টমের পড়ুয়া, গ্রেপ্তার অভিযুক্ত

জটেশ্বর: মেয়ে ভালো করে কথা বলতে পারে না। বাড়ির...

Birpara | মজুরি বকেয়া ২৬ মাস! বীরপাড়া হাসপাতালের ২১ কর্মী ফের কর্মবিরতিতে

বীরপাড়া: বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ২১ জন চুক্তিভিত্তিক অস্থায়ী...