কলকাতা: নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁকুড়ার ৭ শিক্ষককে তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, বুধবার সেই ৭ শিক্ষক নিয়োগপত্র সহ পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে। এদিন নিয়োগ সংক্রান্ত বেশকিছু বিষয় তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। সূত্রের খবর, যে সাত শিক্ষককে ডাকা হয়েছে, তাঁদের প্রত্যেককে নিজেদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, জাতি শংসাপত্র সহ বিভিন্ন নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকেও ওই সাত জন শিক্ষকের বিষয়ে চাওয়া হয়েছে তথ্য।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদের ৪ ‘অযোগ্য’ শিক্ষককে। আলিপুর বিশেষ সিবিআই আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয় তাঁদের। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। জানা গিয়েছে, সিবিআইয়ের চার্জশিটে সাক্ষী হিসাবে নাম ছিল গ্রেপ্তার হওয়া এই চার ‘অযোগ্য’ শিক্ষকের। টাকা দিয়ে যাঁরা চাকরি কিনেছেন, তাঁদের কেন সাক্ষী হিসাবে দেখানো হয়েছে, এনিয়ে প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারক। মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব করা হয়। এদিন তাঁদের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। যে ৭ শিক্ষককে তলব করা হয়েছে তাঁদের নাম, স্বাধীন কুমার পাল, সায়ন্তনী বেজ, প্রিয়াংকা লাহা, গণপতি মাহাত, প্রিয়াংকা নন্দী, হরেন্দ্রনাথ ধাড়া ও পারমিতা সিংহমহাপাত্র।