Tuesday, May 7, 2024
HomeMust-Read Newsনলহাটিতে দুর্ঘটনার কবলে বেঙ্গল সাফারির গাড়ি, মৃত চালক, জখম রেঞ্জার সহ ২

নলহাটিতে দুর্ঘটনার কবলে বেঙ্গল সাফারির গাড়ি, মৃত চালক, জখম রেঞ্জার সহ ২

শিলিগুড়ি: জামশেদপুরের টাটা স্টিল জুওলজিকাল পার্ক থেকে ম্যানড্রিল বাঁদর আনার সময় দুর্ঘটনার কবলে পড়ল বেঙ্গল সাফারির ছোট গাড়ি। বুধবার সকাল সাড়ে ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার রাণিগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে। ছোট গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালক তথা বনকর্মী সমরেশ রায়ের।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ জামশেদপুর থেকে দুটি ম্যানড্রিল বাঁদর নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় সাফারি পার্কের ওই দল। একটি গাড়িতে রেঞ্জার সমেত চার বনকর্মী এবং পরের গাড়িতে দুটি ম্যানড্রিল এবং পশু চিকিৎসকরা ছিলেন। বন দপ্তর সূত্রে খবর, এদিন ভোর ছয়টা নাগাদ গাড়িটির নলহাটি থানার রানিগঞ্জ মোড় গ্রাম সংলগ্ন এলাকায় একটি লরির সঙ্গে বন দপ্তরের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে য়ায়। গাড়ির গতি এতটাই বেশি ছিল বেশ কিছুটা দূরে ছিটকে পরে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সমরেশ রায়ের। তাঁর ডানদিকের চোখের পাশ থেকে পুরো মুখ ভেঙে ভেতরের দিকে ঢুকে গিয়েছে। সামনেই বসেছিলেন অপর চালক পরিমল রায়। তাঁরও মাথায় এবং বুকে চোট লাগে। সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান। পেছনে ছিলেন রেঞ্জার সোমা দাস সরকার। তাঁর মাথায় চোট লাগায় তিনিও জ্ঞান হারান। একদম পেছনে বসেছিলেন অপর এক বনকর্মী। তাঁর সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে। বিকট শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে নলহাটি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়।

প্রথমেই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে দুর্গাপুর মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর পেয়ে সকালেই বেঙ্গল সাফারি থেকে ডিরেক্টর সমেত ১০ জনের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এদিন বিকেলেই নলহাটি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করে সাফারি পার্কের কর্মীদের হাতে তুলে দিয়েছে। রাতেই দেহ শিলিগুড়ির দিকে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বক্তব্য, এখনও সঠিক কিছু জানি না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

অ্যানিমাল এক্সচেঞ্জ প্রথায় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে দুটি ঘড়িয়াল টাটা স্টিল জুওলজিকাল পার্কে দিয়ে দুটি ম্যানড্রিল বাঁদর আনা হচ্ছিল। সেইমতো সাফারি পার্কের রেঞ্জার সহ চার জন এবং পশু চিকিৎসকদের একটি দল দু’দিন আগে সাফারি পার্ক থেকে রওনা হয়। নিয়ম রয়েছে এই ধরনের পশু আনতে বা দিয়ে আসতে হলে সবসময় পুলিশ কিংবা বন দপ্তরের এসকর্ট ভ্যান থাকতে হবে। ওই এসকর্ট ভ্যানই হুটার বাজিয়ে পথ দেখিয়ে নিয়ে আসবে। কিন্তু এক্ষেত্রে কোনও এসকর্ট ভ্যান নেওয়া হয়নি বলে অভিযোগ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বন দপ্তর। কেন এসকর্ট নেওয়া হল না, কার গাফিলতি ছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sikkim Snowfall | উত্তর সিকিমে ফের তুষারপাত, সাদা চাদরে ঢাকল জিরো পয়েন্ট

0
শিলিগুড়ি: দমকা হাওয়ায় রাস্তায় পা রাখা দায়। এক পশলা বৃষ্টিতে সব রাস্তাই পিচ্ছিল। এমন পরিস্থিতিতে দুপুরের মধ্যে খবর এল, উত্তর সিকিমের (North Sikkim) জিরো...

CM Mamata Banerjee | দুর্গাপুরে কীর্তি আজাদের সমর্থনে রোড শো মমতার

0
দুর্গাপুর: এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাখির চোখ শিল্পনগরী দুর্গাপুর (Durgapur)। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি...

Balurghat | বিচারপতি পরিচয়ে প্রতারণা! আইনজীবীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

0
বালুরঘাট: নিজেকে হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ গঙ্গারামপুর (Gangarampur) মহকুমা আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে। এমনকি, বিচারপতির পরিচয়পত্র জাল...

Malda election | বুথ থেকে পুলিশকর্মীকে বের করে দিলেন শ্রীরূপা, দিনভর নিজের কেন্দ্রে দাপিয়ে...

0
মালদাঃ প্রার্থী নিজেও জানেন, তাঁর জয়ের চাবিকাঠি ইংরেজবাজার শহরেই। আর তাই ভোটের দিন সাতসকাল থেকেই শহরের বুথে বুথে ঘুরে বেড়ালেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি...

Maldives | ‘দয়া করে বেড়াতে আসুন’, পর্যটন বাঁচাতে ভারতীয়দের কাছে আর্জি মালদ্বীপের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দয়া করে মালদ্বীপে (Maldives) বেড়াতে আসুন। ভারত-মালদ্বীপ উত্তেজনার মধ্যেই ভারতীয়দের বেড়াতে আসার আর্জি জানালেন দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়জল (Tourism Minister...

Most Popular