Thursday, November 30, 2023
HomeTop Newsশুরু হল বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন, আম্বানি,সৌরভ সহ মঞ্চে হাজির শিল্পপতিরা

শুরু হল বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন, আম্বানি,সৌরভ সহ মঞ্চে হাজির শিল্পপতিরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:কলকাতার নিউটাউনে মঙ্গলবার থেকে শুরু হল বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন।অনুষ্ঠানের প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনকে নিয়ে রাজ্য সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করলেন সম্মেলনের।মঞ্চে উপস্থিত ছিলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি,প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ দেশ বিদেশের আরও অনেক শিল্পপতি।

জানা যাচ্ছে, দুদিনের এই শিল্প সম্মেলনে আসতে পারেন হীরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি,আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং তাঁর পুত্রও আসবেন এই মেগা ইভেন্টে।মোট ২৮ টি দেশের ২৫০ জন প্রতিনিধি অংশ নেবেন সম্মেলনে। যারমধ্যে নজরে রয়েছে ব্রিটেন।৭৬০০ কোটির বিনিয়োগের প্রস্তাব নিয়ে শুরু হয়েছে এবারের সম্মেলন।

এই সম্মেলনকে কেন্দ্র করে শিল্প নিগমের পক্ষ থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনীর। যেখান থেকে রাজ্যে শিল্পের সম্ভাবনা, পরিকাঠামোর সুবিধা এবং ইতিমধ্যে ঘোষিত শিল্প প্রকল্পগুলি তুলে ধরা হবে।তবে এখন দেখার বানিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন। সেদিকে তাকিয়েই বানিজ্য মহল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments