কিশনগঞ্জ: পাচারের আগে আটটি উট বাজেয়াপ্ত করল পুলিশ। সোমবার রাতে বিহারের পূর্নিয়ার মুফসিল থানার পুলিশ স্থানীয় ছটিয়া গ্রামের একটি খামারে হানা দিয়ে আটটি উট বাজেয়াপ্ত করেছে। পুলিশ গোপন সূত্রে জানতে পারে এই আটটি উট চোরা পথে বাংলাদেশে পাচারের জন্য আনা হচ্ছে। যদিও এই ঘটনায় কেও গ্রেপ্তার হয়নি। এই উটগুলি পূর্ণিয়া সদরের পশু চিকিৎসকের হেপাজতে পুলিশ তুলে দিয়েছে। এই ঘটনায় মুফসিল থানায় পশু পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।