Sunday, May 19, 2024
HomeTop News“বিজেপি ভাতে মারছে, এবার বাংলার মানুষ তাঁদের ভোটে মারবে”, মন্তব্য অরূপ বিশ্বাসের...

“বিজেপি ভাতে মারছে, এবার বাংলার মানুষ তাঁদের ভোটে মারবে”, মন্তব্য অরূপ বিশ্বাসের   

সিতাইঃ “বাংলার মানুষ এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোটে মারবে,” নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটায় একটি পথসভায় এমন্তব্য করেন অরূপ। যার পাল্টা দিয়েছে বিজেপিও।

দলীয় কর্মীদের সমর্থনে কোচবিহার জেলায় নির্বাচনী প্রচারে আসেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন তিনি প্রথমে যান কোচবিহারের দিনহাটায়। সিতাই বিধানসভার দিনহাটা ১ ব্লকের পুঁটিমারি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁশতলা বাজরে তিনি পথসভা করেন। এই পথসভা থেকে বিদ্যুৎমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। অরূপ বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, “বিজেপি বাংলার মানুষকে ভাতে মারছেন, এবার বাংলার মানুষ বিজেপিকে ভোটে মারবে।” তিনি কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেন, “কেন্দ্রীয় বাহিনীর সীমান্তে ডিউটি করার কথা। অথচ বিএসএফ বাংলার রাজবংশী যুবকদের একের পর এক খুন করছে।” এদিনের বক্তব্যে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককেও একহাত নিয়েছেন অরূপ বিশ্বাস।

অরূপ বিশ্বাসের বক্তব্য প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলেন, “তৃণমূল সরকার বাংলার মানুষকে ভাতে মারছে। আর কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে ভাত দিচ্ছে। বাংলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হলে তৃণমূলকে ভোটবাক্সে খুঁজে পাওয়া যাবে না। তাই তৃণমূল নেতাদের মুখে কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা। আর মানুষের কাছে ভোট চাওয়ার মুখ না থাকায় এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা এধরনের কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমণ করেন।

এদিন পথসভা শেষে মন্ত্রী দূর্গাবাড়ি মন্দিরে পুজো দেন। এরপর স্থানীয় দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক সেরে কোচবিহারের উদ্দেশ্যে রওয়ানা হন। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রমুখ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
পুলিশ প্রশাসনের নাকের ডগায় এয়ারভিউ মোর সংলগ্ন মহানন্দা সেতুর নিচেই দিনে দুপুরে চলছে জুয়ার আসর। অভিযোগ, প্রতিদিনই সকাল থেকে মহানন্দা সেতুর নিচের এই জায়গায়...

Siliguri | বৃষ্টিতে ডেঙ্গির প্রকোপ বাড়ার শঙ্কা, নজরদারি বাড়াচ্ছে পুরনিগম

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: বৃষ্টি নিয়ে দোলাচলে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের দুই দপ্তর। জল সংকটের মাঝে বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি নিগমের জল সরবরাহ বিভাগ। কিন্তু এই বৃষ্টিতে...

COVID-19 | ফের থাবা করোনার! সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় ২৬ হাজার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) নতুন করে থাবা বসাল করোনা ভাইরাস (COVID-19)। করোনার নতুন ঢেউয়ে সিঙ্গাপুরে ৫ থেকে ১১ মে পর্যন্ত আক্রান্ত হয়েছেন...

Elephant | ফের জঙ্গলে রুটিন টহলদারিতে শিলাবতী

0
ময়নাগুড়ি: দেখতে দেখতে তিন মাসের বেশি সময় হয়ে গেল। রামশাই (Ramsai) মেদলা ক্যাম্পের জঙ্গলে সেভাবে কাজে দেখা যায়নি তাকে। জঙ্গল সুরক্ষা থেকে শুরু করে...

Health Care Centre | উদ্বোধনের পাঁচ মাস পরেও অচল স্বাস্থ্যকেন্দ্র

0
কার্তিক দাস, খড়িবাড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন অধিকারীর বারাসতভিটার সুস্বাস্থ্যকেন্দ্র (Health Care Centre)। তারপর পাঁচ মাস পেরিয়ে গেলেও চালু...

Most Popular