উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিল্কা হ্রদে ( Chilika Lake ) নৌকায় ( Boat ) সফর করতে গিয়ে ঘটল বিপত্তি। টানা দু’ঘণ্টা জলেই আটকে রইলেন কেন্দ্রীয় মৎস ও পশু প্রতিপালন মন্ত্রী পুরুষোত্তম রুপালা ( Parshottam Rupala ) এবং তাঁর সঙ্গীরা।
মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে ওডিশা ( Odisha ) সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ( Union Minister ) পুরুষোত্তম রুপালা। রবিবার ওডিশার খুরদা জেলার বরকুল থেকে নৌকায় ওঠেন তিনি। গন্তব্য ছিল পুরী জেলার সাতপাড়া এলাকা। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে নৌকায় ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ( Sambit Patra ) এবং দলের স্থানীয় কয়েকজন নেতা। চিল্কা হ্রদে নলবন বার্ড স্যাংচুয়ারির কাছে হঠাৎই আটকে যায় তাঁদের নৌকা। প্রাথমিকভাবে মৎসজীবীদের জালে নৌকাটি আটকে পড়েছিল বলে মনে করা হলেও, পরে জানা যায়, হ্রদের মধ্যেই তৈরি হওয়া চরে নৌকাটি আটকে যায়। পরে অবশ্য তাঁদের উদ্ধারে একটি নৌকা পাঠানো হয়। ওই নৌকা করেই উদ্ধার করে আনা হয় কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য়ান্যদের। এদিকে, পুরীতে কেন্দ্রীয় মন্ত্রীর যে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল, এই ঘটনার জেরে তাও বাতিল করে দিতে হয়।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘অন্ধকার হয়ে আসছিল। যিনি নৌকা চালাচ্ছিলেন, তিনিও এই রুটে নতুন। তাই আমরা হ্রদে হারিয়ে গিয়েছিলাম। সাতপাড়া পৌঁছোতে আমাদের দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।’