বালাসোর ট্রেন দুর্ঘটনা, ডিএনএ টেস্টের পর পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল করণদিঘিতে

করণদিঘি: বালাসোর ট্রেন দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন করণদিঘি ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতের এক পরিযায়ী শ্রমিক। এক মাসেরও বেশি সময় পর আঞ্জারুল হক নামে ওই ব্যক্তির কফিনবন্দি দেহ শুক্রবার এলাকায় ফিরল।

মৃতের বাবা মোহাবুল হক জানান, ট্রেন দুর্ঘটনার পর তাঁর দুই আত্মীয় সাদ্দাম হোসেন ও নুর আলম সেখানে যান। হন্যে হয়ে বিভিন্ন হাসপাতালে আঞ্জারুলের খোঁজ করা হচ্ছিল। এরপর আঞ্জারুলের দাদা আতাউর রহমান ভুবনেশ্বরে ছুটে যান। সেখানে ডিএনএ টেস্টের জন্য রক্ত দেন। রক্ত দেওয়ার প্রায় ২৫ দিন পর ভুবনেশ্বরের এইমস হাসপাতালের তরফে রিপোর্ট দেওয়া হয়। এরপর এদিন তাঁর কফিনবন্দি দেহ নিয়ে আসা হয়। এদিন মৃতের বাড়িতে যান স্থানীয় বিধায়ক গৌতম পাল ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সবরকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক।

প্রসঙ্গত, ২ জুন ওডিশার বালাসোরের বাহানাগা বাজারের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। স্থানীয় একটি সূত্রের দাবি, প্রথমে করমণ্ডল এক্সপ্রেস তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে একই লাইনে আগে চলতে-থাকা একটি মালগাড়ির পিছনে। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপরে উঠে যায়। ২৩টি কামরার মধ্যে ১৫টি কামরা লাইনচ্যুত হয়ে পাশের ডাউন লাইনে ও নয়ানজুলিতে পড়ে যায়। সেই লাইন দিয়ে তখন উলটো দিক দিয়ে আসছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরাগুলি গিয়ে পড়ে ডাউন লাইনের উপর।

বেঙ্গালুরু-হাওড়া ডাউন ট্রেনটি সেই বেলাইন কামরাগুলির উপর এসে পড়ে। হাওড়াগামী সেই ট্রেনটিরও দু’টি কামরা লাইনচ্যুত হয়। উদ্ধারকাজে আনা হয় একাধিক উন্নত মানের যন্ত্র। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের। আহত হাজারেরও বেশি। সাম্প্রতিক ইতিহাসে এত বড় রেল দুর্ঘটনার নজির নেই। সিবিআই এই দুর্ঘটনার তদন্ত করছে। পাশাপাশি রেলের তরফেও বিভাগীয় স্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sukanta Majumdar | মোদির মন্ত্রীসভায় উত্তরের সুকান্ত, শপথ নিতেই বালুরঘাটে বাঁধ ভাঙা উচ্ছ্বাস বিজেপি কর্মীদের

বালুরঘাটঃ মোদির মন্ত্রীসভায় এবার স্থান পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত দিল্লিতে শপথ বাক্য…

33 mins ago

Terrorist attack | জঙ্গিদের গুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পূণ্যার্থী বোঝাই বাস, মৃত অন্তত ৯

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ফের ভয়াবহ জঙ্গি হামলা (Terrorist attack) কাশ্মীরে। এবার পূণ্যার্থী বোঝাই বাসকে…

44 mins ago

Raiganj |বকেয়া ১০ লক্ষ! কিডনি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে দালালের হাতে আক্রান্ত মহিলা

রায়গঞ্জঃ দালালের মাধ্যমে কিডনি বিক্রি করেও মেলেনি টাকা। সেই টাকা চাইতে গিয়ে দালালের হাতে প্রহৃত…

51 mins ago

Tourist | পর্যটকদের পথ আটকে ঠায় দাঁড়িয়ে মাকনা হাতি, গজরাজের দর্শনে খুশি ডুয়ার্সের অতিথিরা

নাগরাকাটাঃ খুনিয়া মোড় থেকে শিবচুগামী রাস্তায় প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে রইল মাকনা হাতি। ঘটনাটি ঘটে…

2 hours ago

Purnia | নামী কোম্পানির প্যাকেটে নকল কীটনাশক-শ্যাম্পু! পুলিশের হানায় বাজেয়াপ্ত দেড় কোটির সামগ্রী

কিশনগঞ্জঃ নামী কোম্পানির নকল কীটনাশকের গুদামে হানা দিয়ে পুলিশ উদ্ধার করল প্রায় দেড় কোটি টাকা…

2 hours ago

PM Narendra Modi | ছুঁয়ে ফেললেন নেহরুকে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যে ৭…

3 hours ago

This website uses cookies.