Breaking News

সায়নীকে টাকা দিয়েছেন ব্যাক্তিস্বার্থে নয় সমাজসেবার কাজে, ঘনিষ্ঠমহলে দাবি কুন্তল ঘোষের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোনও ব্যাক্তিস্বার্থে নয়, সমাজসেবামূলক কাজের জন্যই সায়নীকে লক্ষাধিক টাকা দিয়েছিলেন। ঘনিষ্ঠ মহলে এমনই দাবি করেছেন নিয়োগদুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। শুক্রবার আদালত চত্বরে ঘনিষ্ঠদের কাছে সায়নীকে টাকা দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন। কোথায় কী উপলক্ষে কত টাকা দিয়েছিলেন সায়নীকে, তা-ও জানিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত কুন্তল।

কুন্তলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের অগাস্ট মাসে সায়নী ঘোষের সঙ্গে আলাপ হয় কুন্তল ঘোষের। শুক্রবার আদালত চত্বরে কুন্তল স্বীকার করেন যে, সায়নীকে ব্যক্তিগত স্বার্থে কোনও টাকা দেননি। পুজো-সহ চারটি সমাজসেবামূলক কাজের জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেন তিনি। পিআরের মাধ্যমে ওই টাকা দেওয়া হয়েছিল তৃণমূল নেত্রীকে। এ ছাড়া, কালীঘাটের একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের জন্যও কুন্তলের কাছ থেকে টাকা নিয়েছিলেন সায়নী। কুন্তলের দাবি, ওই অনুষ্ঠান উপলক্ষে তাঁকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া, টলিউডের এক অভিনেতাকেও অনুষ্ঠানের জন্য কুন্তল টাকা দিয়েছিলেন বলে জানিয়েছেন।

এদিন আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের মুখে কুন্তল ঘোষ দাবি করেন, ‘‘কোনও টাকা দেওয়া হয়নি। কোনও লেনদেন হয়নি। সায়নীকে রাজনৈতিক ভাবে হেনস্থা করার জন্য ডেকেছে ইডি। আমার অনেক অনুষ্ঠান সায়নী করেছিল। সে সবই ছিল সমাজসেবামূলক অনুষ্ঠান। কালীঘাটেও তেমন একটি অনুষ্ঠানে সায়নী ছিল।’’ তিনি আরও বলেন, একটি পানশালা উদ্বোধনের জন্য বলিউডের এক অভিনেত্রীকে কুন্তল নিজের অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন। তবে সেই অনুষ্ঠানটি পরে আর হয়নি। তা সত্ত্বেও টাকা ফেরত পাননি বলে দাবি কুন্তলের। তাঁর প্রশ্ন, ওই অভিনেত্রীকে কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না ইডি?

রাজ্য নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বেশ কিছু তথ্য হাতে এসেছে। কুন্তল ঘোষের সূত্র ধরে উঠে এসেছে সায়নীর নাম। কুন্তলের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত শুক্রবার সায়নীকে তলব করা হয়েছিল ইডি দপ্তরে। সে দিন টানা প্রায় ১১ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। রাতে সিজিও থেকে বেরিয়ে সায়নী জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে তিনি ১০০ বার ইডির সামনে হাজির হতে রাজি আছেন। তিনিই জানিয়েছিলেন, বুধবার তাঁকে আবার ডাকা হয়েছে। তিনি যাবেন। কিন্তু যাবেন বলেও বুধবার ‘ভোটের ব্যস্ততা’র কারণে সিজিও-তে যাননি সায়নী। আইনজীবী মারফত নথি পাঠিয়ে দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Kedarnath Mandir | কেদারনাথে বানানো যাবে না রিলস, ভিডিও! নিয়ম না মানলেই কড়া শাস্তি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণের জন্য খুলেছে কেদারনাথ ও বদ্রীনাথের দরজা। মন্দিরের দরজা খুলতেই ঢল…

1 min ago

Siliguri | প্রতিস্থাপন ও রোপণ নিয়ে পুরনিগমের অন্দরে বিরোধ, ৫০০ গাছে কোপ শহরে

শিলিগুড়ি: উন্নয়নের রাস্তায় বলি হচ্ছে গাছ। গত এক বছরে শিলিগুড়ি শহরে কোপ পড়েছে অন্তত ৫০০…

7 mins ago

আমেরিকার চোখে ভারতের নির্বাচন

শুভঙ্কর মুখোপাধ্যায় বনধোয়ানির জঙ্গলে জন্মদোষে শাস্তিপ্রাপ্ত শিশুটিকে কোলে নিয়ে, চিৎকার করে কাঁদতে কাঁদতে কমলকুমার মজুমদারের…

11 mins ago

Mango Planting | শখের বাগানে ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগাল আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন

আলিপুরদুয়ার: কী আম নেই তাঁর বাগানে! ডুয়ার্সের মতো মাটিতে দেশি-বিদেশি সহ মোট ৭২ প্রজাতির আম…

24 mins ago

শিলিগুড়ির জলসমস্যা ও জনসমস্যা

সন্দীপন নন্দী বাগডোগরা বিমানবন্দরে অবতরণকালে এ শহরকে নিমেষে দেখলে মনে হয় যেন এক হুবহু খেলনানগরী।…

28 mins ago

PM Narendra Modi | কাশীতে এখনও মোদিই কালভৈরব

রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: দশাশ্বমেধ ঘাটের কাছে বোর্ডিং হাউসের তিন নম্বর ঘরের জানলা থেকে ফেলুদা-জটায়ু-তোপসে যে…

38 mins ago

This website uses cookies.