রাঙ্গালিবাজনা: লোকালয়ে উদ্ধার হল পূর্ণবয়স্ক পুরুষ সম্বরের দেহ ( Sambar Deer Death )। মঙ্গলবার আলিপুরদুয়ারের ( Alipurduar ) মাদারিহাট ( Madarihat ) থানার রাঙ্গালিবাজনা ( Rangalibazna ) গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের অদূরে উদ্ধার হয়েছে সম্বরের দেহটি।
এদিন সকালে হরিণের দেহটি পড়ে থাকতে দেখে ভিড় করেন স্থানীয়রা। পরে বনকর্মীরা দেহটি উদ্ধার করে নিয়ে যান। ঘটনাস্থল থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে ধুমচি ফরেস্ট। ওই জঙ্গল থেকে এর আগেও এলাকায় হরিণ ঢুকেছিল বলে জানান স্থানীয়রা। বনকর্মীদের অনুমান, সোমবার রাতে হরিণটি বন থেকে বেরিয়ে সীমান্ত রেললাইন এবং ৪৮ নম্বর হাইওয়ে পেরিয়ে দলদলি এলাকায় ঢুকে পড়েছিল। স্থানীয়দের সন্দেহ, হাইওয়েতে কোনও গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর মারা যায় সম্বরটি। দুর্ঘটনার সম্ভাবনার কথা উড়িয়ে না দিলেও এনিয়ে এখনই মন্তব্য করতে নারাজ বন দপ্তর। মাদারিহাট রেঞ্জের বক্তব্য, দেহটির ময়নাতদন্ত করানো হলেই মৃত্যুর কারণ জানা যাবে।