মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বন সহায়কের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের

শেষ আপডেট:

কলকাতা: রাজ্যে বন সহায়ক পদে দুই হাজার জনের চাকরি বাতিল ও নতুন নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে দায়ের করা আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

৩ মে বন সহায়ক পদে বেনিয়মের অভিযোগে দুই হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুই মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুরও নির্দেশ দেওয়া হয়। তাতে অংশগ্রহণ করতে পারবেন বহিষ্কৃতরাও। আদালতের নির্দেশে ১৯ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বন দপ্তর। এর পর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি ছিল, বাতিল হওয়া প্যানেলে থাকা বৈধ প্রার্থীদের ফের পরীক্ষায় বসা থেকে মুক্তি দেওয়া হোক। এদিন সেই মামলা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে উঠলে স্থগিতাদেশ দেওয়া হয়নি। দ্রুত শুনানির আবেদনও খারিজ করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালে বন সহায়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বন দপ্তর। সে সময় বনমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বেনিয়ম করে তৃণমূল নেতা ও বিধায়কদের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। অভিযোগ ওঠে বন সহায়কদের দিয়ে বনরক্ষীদের দায়িত্ব পালন করাতে চাইছে রাজ্য সরকার।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

DHR | আট দশক পর ডিএইচআর-এ ফিরছে টার্নটেবিল, মাঝপথে ঘুরবে কোচের অভিমুখ

সানি সরকার, শিলিগুড়ি : ঐতিহ্য ফিরছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে-তে।...

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Murshidabad | হোটেলের ঘরে সাজানো টাকার বাণ্ডিল! পাচারকারীর সূত্র ধরে পুলিশের নাগালে চক্রের মাথা

মুর্শিদাবাদ: রবিবার বিকেল নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায়...

Forest Fire | দাউ দাউ আগুনে জ্বলছে পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা

দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া...