উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত ‘রক এন রোলের’ রানি পপ গায়িকা টিনা টার্নার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার সুইৎজারল্যান্ডের জুরিখের কাছে কুসনাখতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন টিনা। ২০১৬ সালে অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। কিডনির সমস্যাতেও ভুগছিলেন তিনি। ২০১৭ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়।
১৯৩৯ সালের ২৬ নভেম্বর টেনেসির নাটবুশে জন্ম টিনার। তাঁর কেরিয়ার শুরু করেন ১৯৫০-এর দশকে, রক ‘এন’ রোলে-র প্রাথমিক সময়ে। ষাটের দশক থেকে পপশিল্পী হিসাবে টিনার জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৮০ সালের পর থেকে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। তাঁর ঝুলিতে আছে ‘হোয়াট’স লভ গট টু ডু উইদ ইট, ‘প্রাইভেট ডান্সার’, ‘সিম্পলি দ্য বেস্ট’-এর মতো সুপারহিট গান।