তুফানগঞ্জ: কখনও গাড়ি থামিয়ে, কখনও বিনা কারণে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের ঘটনা নতুন কিছু নয়। সোমবার রাতে চাঁদা দিতে অস্বীকার করায় তুফানগঞ্জে অমানবিক অত্যাচার চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় জখম হন ৪ জন।
তুফানগঞ্জ পুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ সবজি বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত পাইকারি সবজি ব্যবসায়ীর নাম পিন্টু সরকার। তিনি ফলকাটা এলাকার বাসিন্দা। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ দোলমেলার মাঠে কয়েকজন দুষ্কৃতী তাঁর কাছে টাকার দাবি করে। আর তা দিতে অস্বীকার করেন পিন্টুবাবু। তিনি জানান, টাকা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয়। এরপর পকেট থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মোবাইল মরা রায়ডাক নদীতে ফেলে দেওয়া হয়। সবজি ভর্তি গাড়ি ভাঙচুর করে তাঁর গাড়ির চালককে পাথর ও লোহার রোড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
অপরদিকে, তুফানগঞ্জ গান্ধিপাড়া এলাকায় আরেক সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে। এনিয়ে বিবেকানন্দ পাইকারি সবজি বাজারের সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র সাহা মঙ্গলবার সকালে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় নারায়ণবাবুর ভাই ও একজন কর্মচারী আক্রান্ত হন। নারায়ণবাবু বলেন, ‘আগেরদিন পুজো কেটে গেলেও পরেরদিন কিসের চাঁদা? এভাবে ব্যবসায়ীদের ওপর আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।’ এদিকে একই দিনে পরপর দুটি ঘটনায় বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।