উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চব্বিশেই লোকসভা নির্বাচন। আর তাঁর আগেই বাংলায় তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই। এরই মাঝে তদন্তে গতি পেতে চলেছে নারদা কাণ্ড। নারদা কাণ্ডের মুল মাথা সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে তলব করেছে সিবিআই। যা ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
২০১৪ সালে ম্যাথু স্যামুয়েল এবং তাঁর সহকর্মী অ্যাঞ্জেল আব্রাহাম প্রায় বাহান্ন ঘণ্টা ধরে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি স্টিং অপারেশন করেন। যা ২০১৬ সালে বাংলার বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসে। গোপন ক্যামেরায় রেকর্ড করা ওই ভিডিওতে একাধিক নেতা-মন্ত্রীকে আর্থিক লেনদেন করতে দেখা গিয়েছিল। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুলতান আহমেদ, অপরূপা পোদ্দার, শঙ্কুদেব পণ্ডা, আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকে টাকা নিতে দেখা যায়। স্টিং অপারেশন সামনে আসার পরই রীতিমতো তোলপাড় হয় সর্বত্র। যদিও তৃণমূলের তরফে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ২০১৪ সালের স্টিং অপারেশন নারদ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। এই কাণ্ডেই অপর দুই অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে কেন গ্রেপ্তার হয়নি, তা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে তৃণমূল।
এই পরিস্থিতিতে যদিও স্টিং অপারেশনে ব্যবহৃত টাকার উৎস নিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েন ম্যাথু স্যামুয়েল। কলকাতা হাই কোর্টের তরফে বারবার এ বিষয়টি জানতে চাওয়া হয় তাঁর কাছে। তিনি দাবি করেন স্টিং অপারেশনে ব্যবহার হওয়া ৮৫ লক্ষ টাকা সাংসদ কে ডি সিংয়ের সংস্থার কাছ থেকে পেয়েছেন। ম্যাথুর দাবি খারিজ করে দেয় কে ডি সিংয়ের সংস্থা। তারপর থেকে নোটিস পাঠানো হলেও একাধিকবার হাজিরা এড়ান ম্যাথু।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টে চার্জশিট দাখিল করেছিল সিবিআই। লোকসভা নির্বাচন আসতেই ফের নারদা কাণ্ড নিয়ে তৎপরতা শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে, নারদাকাণ্ডের স্ট্রিং অপারেশন যিনি করেছিলেন, সেই সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে তলব করেছে সিবিআই। আগামী সোমবার সকাল সাড়ে দশটায় কলকাতার নিজাম প্যালেসে ম্যাথুকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই নারদ কাণ্ডের তদন্তের গতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।