Thursday, September 28, 2023
HomeTop Newsনিয়োগ মামলার তথ্য সেক্রেটারিকে দিয়ে ডিলিট করেছে পার্থ, আদালতে বলল সিবিআই

নিয়োগ মামলার তথ্য সেক্রেটারিকে দিয়ে ডিলিট করেছে পার্থ, আদালতে বলল সিবিআই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, “নিয়োগ মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিজের সেক্রেটারিকে দিয়ে ডিলিট করতে বাধ্য করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁকে ভয় দেখানো হয়েছিল সেই তথ্য ডিলিট করার জন্য।” স্বাভাবিকভাবেই এই মন্তব্যের পর আরও কোণঠাসা হল পার্থ।

আদালত সুত্রে জানা যায়, এক আইনজীবীর মৃত্যুর কারণে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা,সেকারণেই এই মামলা সোমবারের পরিবর্তে আদালতে পেশ হবে আগামীকাল। এই প্রসঙ্গে সিবিআইএর আইনজীবী বলেন, “আজকের দিনটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসের দিন শুধু নয়, স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিয়েছিলেন এই দিনে। বৃহত্তর মানুষ তাকিয়ে রয়েছেন আদালতের নির্দেশের দিকেই, তাই সিবিআই চাইছে দ্রুত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জনমানুষের সামনে নিয়ে আসা। আমরা আগামীকাল এই সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে পেশ করব।”

২০১৪ সালের প্রাথমিকের টেট, যেন দুর্নীতির আখড়া। গত ৫ সেপ্টেম্বর সিবিআই এই দুর্নীতিকে আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে তুলনা করে বলেছিলেন, আগামী ১১ সেপ্টেম্বর এবিষয়ে যাবতীয় তথ্য ফাঁস করা হবে।সিবিআইয়ের এই মন্তব্যের উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘দুর্নীতি যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মত বড় হয় তাহলে তা তো ভেঙে দেওয়া উচিত!’ তবে আগামীকাল সিবিআই যে তথ্য পেশ করবে তাতে কি আদৌ দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছানো যাবে? তা নিয়ে জোর চর্চা রাজ্যে। সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়য়ের আর কোন কোন রহস্য উন্মোচিত হয় সেদিকেও নজর রয়েছে বঙ্গবাসীর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments