Sunday, May 12, 2024
HomeBreaking NewsLIVE UPDATE: বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে শুরু ভারত-পাকিস্তান ম্যাচ

LIVE UPDATE: বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে শুরু ভারত-পাকিস্তান ম্যাচ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলম্বোয় সুপার ফোরের মঞ্চে ফের সম্মুখসমরে যুধুধান দুই প্রতিবেশী দেশ। স্বাভাবিকভাবেই ফের ক্রিকেটের মাঠে ভারত-পাক লড়াই নিয়ে উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। বৃষ্টির আশঙ্কা ছিল কলম্বোতেও। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে রবিবার ভেস্তে গিয়েছিল এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানের ম্যাচ। ২৪.১ ওভার খেলার পরই প্রবল বর্ষণ শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পরও বৃষ্টি না কমায় খেলা শুরু করা সম্ভব হয়নি। কলম্বোর টানা বৃষ্টিতে যদি সুপার ফোর রাউন্ডের বাকি সব ম্যাচ ভেস্তে যায়, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে টিম ইন্ডিয়ার। কেননা, সেক্ষেত্রে রোহিতদের পক্ষে ফাইনালে ওঠা সম্ভব হবে না। সোমবার সকাল থেকেই কলম্বোতে শুরু হয় বৃষ্টি। তাই আজও ম্যাচ নিয়ে দেখা দিয়েছিল সংশয়।

  • অর্ধশতরান করলেন লোকেশ রাহুল। ৬৫ বলে ৬৩ রানে খেলছেন তিনি।
  • বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে অবশেষে শুরু হল ভারত-পাকিস্তান ম্যাচ। সোমবার বিকেল ৪টা ৪০ নাগাদ ম্যাচ শুরু হয়।
  • নির্দিষ্ট সময়ে শুরুই করা গেলনা ম্যাচ। বৃষ্টি হচ্ছে কলম্বোয়। মাঠ ঢাকা রয়েছে নীল কভারে। আকাশের যা পরিস্থিতি তাতে ৫০ ওভারের খেলা হওয়া একপ্রকার অসম্ভব। ২০ ওভারের খেলা হতে হলে রাত সাড়ে দশটার আগে শুরু তে হবে।
  • বৃষ্টি থেমেছে। চোখে পড়ছে মাঠকর্মীদের তৎপরতা। তবে কভার তুলে ম্যাচ শুরু করতে সময় লাগবে কিছুটা। কেননা ক্রিকেটাররা এখনও পর্যন্ত গা ঘামানোর সময় পাননি। ম্যাচ শুরুর মিনিট ১৫ আগেও গোটা মাঠ নীল পলিথিনে ঢাকা রয়েছে। সুতরাং, এটা নিশ্চিত যে, সোমবার রিজার্ভ ডে-তে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না খেলা।
  • মাঠের পরিস্থিতি দেখতে দু’দলের ক্রিকেটাররা ইতিমধ্যেই মাঠে এসে উপস্থিত হয়েছেন। মাঠ ঢেকে দেওয়ার আগে আম্পায়াররা স্পষ্ট জানিয়েছেন যে, মাঠ নিয়ে কোনও সমস্যা নেই। সুতরাং, বৃষ্টি থামলে কভার তুলে ফেলা মাত্রই খেলা শুরু করতে বিশেষ অসুবিধা হবে না। বৃষ্টির মাঝে ডাগআউটে মাঠকর্মীদের সঙ্গে বসে আড্ডা দিতে দেখা যায় পাক তারকা মহম্মদ রিজওয়ানকে।
  • সকালে আকাশ পরিস্কার থাকলেও মুহূর্তে বদলে গেল কলম্বোর আবহাওয়া। ঝকঝকে নীল আকাশ মুহূর্তে ঢেকে যায় কালো মেঘে। ঝেঁপে নামে বৃষ্টি। স্বাভাবিকভাবেই ম্যাচ যথা সময়ে শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও মাঠ ঢেকে দেওয়া হয়েছে তড়িঘড়ি।
  • সোমবার ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেও কলম্বোর আকাশ পরিষ্কার। আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সোশ্যাল মিডিয়ায় এসিসি-র তরফে প্রেমসাদা স্টেডিয়ামের উপরে ঝকঝকে নীল আকাশের ছবি পোস্ট করা হয়।
  • রিজার্ভ ডে-তে বৃষ্টি না হলে সোমবার ২৫.৫ ওভার ব্যাট করবে ভারত। কারণ গতকাল ভারত ব্যাট করেছে ২৪.১ ওভার। ভারতের রান ১৪৭/২। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি আর লোকেশ রাহুল। বাবররা খেলবেন পুরো ৫০ ওভার।
  • সোমবারও কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার সকালে একপশলা বৃষ্টিও হয়েছে সেখানে। সুতরাং, ম্যাচ নির্বিঘ্নে শেষ হওয়া নিয়ে আশঙ্কা থেকেই গিয়েছে। তবে আশার কথা এই যে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলম্বোর আকাশ পরিষ্কার হয়েছে। কলম্বোর নীল আকাশের ঝকঝকে ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Multiple complaints against Cooch Behar Municipality

Cooch Behar | কোচবিহার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ, বনধের ডাক ব্যবসায়ী সমিতির

0
কোচবিহার: কোচবিহার(Cooch Behar) পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ১৭ মে শুক্রবার কোচবিহার শহরে ২৪ ঘণ্টার ব্যবসা বনধের ডাক দিল ব্যবসায়ী সমিতি। বিষয়টি নিয়ে রবিবার...
Disruption has changed the course of Teesta, Bhorer alo is in danger

Siliguri | বিপর্যয়ে পথ বদলেছে তিস্তার, বিপন্ন ভোরের আলো

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গের অত্যন্ত গর্বের ভোরের আলোয় এখন আঁধারের মেঘ। সিকিমে হ্রদ বিপর্যয়ের জেরে তিস্তায় পলির স্তর বাড়তে শুরু করেছে। স্বাভাবিক পথে বাধার সৃষ্টি হওয়ায় তিস্তা...

Rahul Gandhi | মোদিকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ! বিজেপির পালটা প্রশ্নের মুখে রাহুল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে মুখোমুখি বিতর্কে (Debate) বসতে রাজি কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। মোদিকে চ্যালেঞ্জ...

Trekking | উত্তরবঙ্গে ট্রেকিংয়ের নতুন পথ খুঁজতে উদ্যোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় অর্জুন

0
সাগর বাগচী, শিলিগুড়ি: ট্রেকের কথা উঠলেই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সেই দুধসাদা বরফে ঢাকা পাহাড়ে বানি-ন্যায়না’দের ছবি চোখের সামনে ভেসে ওঠে। বলিউডের এই...

Mirik lake | নতুন পালক জুড়ছে দার্জিলিংয়ের পর্যটনে, স্কাইওয়াক হচ্ছে মিরিক লেকে

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: মিরিক পর্যটন মানচিত্রে একটি অতিপরিচিত নাম। কিন্তু পর্যটকদের কাছে মিরিক এক রাত কাটানোর মতো গন্তব্য হয়ে উঠতে পারেনি। তবে আশার কথা,...

Most Popular