Thursday, June 1, 2023
HomeTop Newsনয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট করবেন না, বিরোধীদের আর্জি কেন্দ্রের

নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট করবেন না, বিরোধীদের আর্জি কেন্দ্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার রাতে তৃণমূলের তরফে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করা হয়। অভিযোগ, নতুন সংসদ ভবনের উদ্বোধন কর্মসূচিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো হয়নি। তারই প্রতিবাদে বুধবার দুপুর পর্যন্ত আরও ১৮টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। তাদের বক্তব্য, সংসদ ভবনের উদ্বোধন হোক রাষ্ট্রপতির হাতে, মোদির হাতে নয়। যদিও সে কথায় মানতে নারাজ বিজেপি সরকার। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা জানিয়ে দিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন।‘

নতুন সংসদ ভবন উদ্বোধন কর্মসূচিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে ১৯টি বিরোধী দল যৌথ বিবৃতিতে লিখেছে, ‘সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। নতুন ভবনের কোনও অর্থ আমাদের কাছে নেই। এই পরিস্থিতিতে আমরা যৌথ ভাবে ঘোষণা করছি, নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করছি।’

সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে, সংসদের অভিভাবক হলেন রাষ্ট্রপতি। কারণ, সংবিধানের ৭৯ ধারায় বলা হয়েছে, সংসদ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। তাই তাঁরই উচিত নতুন সংসদ ভবনের উদ্বোধন করা। কিন্তু রাষ্ট্রপতিকে আমন্ত্রণই জানানো হয়নি বলে অভিযোগ বিরোধীদের।

এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে আগামী রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হল বিরোধীদের কাছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, ‘কিছু বিরোধী দল নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দুর্ভাগ্যজনক। আশা করব, তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং কর্মসূচিতে যোগ দেবে।‘

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments